আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএইএ মুখপাত্র মেলিসা ফ্লেমিং ২৩ সেপ্টেম্বর ভিয়েনায় বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন একইদিনে এই সংস্থার পরিষদের সম্মেলনকে সংশোধনের পর ইরানের সংশ্লিষ্ট পারমাণবিক সমস্যার নিয়ে গৃহীত খসড়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে এবং আলোচনা করার দাবি জানিয়েছে।
জানা গেছে, এই খসড়া প্রস্তাব ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানী যৌথভাবে তৈরি করেছে। তারা ইরানের পারমাণবিক সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে পেশ করার রিপোর্ট দেয়ার স্পষ্ট দাবি জানায় না। তবে ইরান পারমাণবিক অস্ত্রের অবিস্তার চু্ক্তি লঙ্খন করার হুমকি দিয়েছে। এই খসড়া প্রস্তাবে মহাপরিচালক মোহাম্মেদ আল-বারাদেইকে ইরানের সংশ্লিষ্ট পারমাণবিক সমস্যার সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের পরিস্থিতি রিপোর্ট করার দাবি জানানো হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিরাপত্তা পরিষদকে এর সময় এবং পদ্ধতি নিয়ে রিপোর্ট দেয়ার বন্দোবস্ত করবে।
|