পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহামাদ নাসীম খান ২২ সেপ্টেম্বর বলেছেন পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন চুক্তিতে কোনো সমস্যা বিরাজ করছে না। তিনি বলেছেন, ১৯২১ সালে বর্তমান লাইন নিধার্রণ করা হয়। এই লাইন বিশ্ব সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে ।সুতরাং এই চুক্তিতে কোনো বিরোধ নেই।
ডুরান্ড লাইন হচ্ছে উনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটেন আর আফগানিস্তানের মধ্যে নির্ধারিত ব্রিটেনের অধীনে ভারত-আফগান সীমান্ত লাইন । ভারত আর পাকিস্তানের মধ্যে শাসন ভাগাভাগি হওয়ার পর এটি পাক-আফগান সীমান্ত লাইন হয়ে গেছে।
|