|
|
(GMT+08:00)
2005-09-23 19:59:40
|
জি ৭৭ সম্মেলনে বিদেশী নেতাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিংয়ের সাক্ষাত
cri
২২ সেপ্টেম্বর জাতি সংঘের সদর দফতরে আয়োজিত জি ৭৭ পররাষ্ট্র মন্ত্রীদেরসম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং ভাষণ দিয়েছেন। তিনি উন্নয়ন বাস্তবায়ন সম্বন্ধে তিনটি প্রস্তাব উপস্থাপন করেছেন। একই দিন তিনি আলাদা-আলাদাভাবে জাতি সংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের চেয়ারম্যান এলিয়াসন, থাইল্যান্ডের উপ-প্রধান মন্ত্রী সাটিরাটাই এবং ইথিওপিয়া আর ইরান প্রভৃতি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করেছেন।তাঁর ভাষণে লি চাও সিং বলেছেন, উন্নয়নমুখী দেশগুলোর উচিত সমন্বয় জোরদার করা , মিলিতভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা একং আন্তর্জাতিক বিষয়াদিতে সামিল থাকার অধিকার আর প্রভাব বাড়ানো। তা ছাড়া, বিভিন্ন দেশের অব্যাহতভাবে সংস্কার চালিয়ে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সুপ্রসারিত করা উচিত।
|
|
|