ইরাকের বাসরা প্রদেশের গভর্ণর এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ২২ সেপ্টেম্বর ঘোষণা করেছেন, ব্রিটিশ বাহিনী ১৯ সেপ্টেম্বর বন্দী ছিনিয়ে নেয়ার তত্পরতার জন্যে দুঃখ প্রকাশ এবং ক্ষতি পুরণ না করা পর্যন্ত তারা ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করবেন না।
বাসরা প্রদেশের গভর্ণর মোহাম্মোন আল-ওয়াইলি বলেছেন, বাসরা প্রদেশিক সংসদের ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত অধিবেশনে সকল সংসদ সদস্য একবাক্যে ব্রিটিশ বাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ বাহিনী পরিতাপ প্রকাশ করা, এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার প্রতিশ্রুতি দেয়া এবং ক্ষতিপূরণ দেয়া এই তিনটি শত মানলেই সহযোগিতা আবার শুরু হবে।
তিনি আশা করেন বাসরা প্রদেশিক সংসদ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে।
|