ইউক্রেনের প্রেসিডেন্ট ইউশ্চেনকো ২২ সেপ্টেম্বর কিয়েভে অধ্যাদেশ স্বাক্ষর করে ইউরি ইয়েখানুরফকে সরকারের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন ।
ইউচিনকো যে ইয়েখুনুরফকে মনীত করেছেন , ইউক্রেনের সর্বোচ্চ সংসদ একইদিন সকালে আবার সম্মেলন আয়োজন করে তা যাচাই করেছে , ফলে ২৮৯ ভোটে এই মনোনয়ন গৃহিত হয়েছে ।
১৯৯১ সালে ইউক্রেন স্বাধীন হওয়ার পর ইয়েখানুরফ চতুর্দশ মেয়াদের প্রধানমন্ত্রী ।
|