v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-23 16:24:47    
চীনের নারী ও শিশু সেবার ভবিষ্যত আরও সুন্দর হবে

cri
    ১৯৯৫ সালের চতুর্থ বিশ্বনারী সম্মেলনথেকে এ পর্যন্ত দশ বছরে চীনের নারী ও শিশু সেবার উন্নয়ন কতটুকু হয়েছে এমন কয়েকটি প্রশ্ন সম্পর্কে নিখিল চীনের জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান কু সিউ-লিয়েন " চীনা নারী" পত্রিকাকে এক সাক্ষাত্কার দিয়েছেন ।

    নারী- পুরুষ সমতা প্রভৃতি মৌলিক রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নে গত ১০ বছরে চীনের পার্টি ও সরকার কি কি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে ? এ সম্পর্কে কু সিউলিয়েন বলেছেন , ১৯৯৫ সালে জাতিসংঘের চতুর্থ বিশ্বনারী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কমরেড চিয়াং চেমিন চীন সরকারের পক্ষ থেকে বিশ্বের কাছে গম্ভীরভাবে ঘোষণা করেছেন যে , নারী -পুরুষ সমতা যাতে রাষ্ট্রীয় নীতি ব্যবস্থার সর্বোচ্চস্তরে উন্নীত হয় তার জন্যে চীন নারী -পুরুষ সমতাকে চীনের সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার এক মৌলিক রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করবে ।১০ বছরে পার্টি ও সরকার নারী ব্রতের উন্নয়নে ধারাবাহিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে এবং বলিষ্ঠভাবে নারী -পুরুষ সমতা সহ বিভিন্ন মৌলিক রাষ্ট্রীয় নীতির বাস্তবায়ন ত্বরান্বিত করেছে ।

    নারীদের উন্নয়ন ত্বরান্বিত করা এবং নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্যে আইনগত নির্মানকাজে চীন কিকি উল্লেখযোগ্যঅগ্রগতি অর্জন করেছে এই প্রশ্নটির উত্তরে কু সিউলিয়েন বলেছেন , গত ১০ বছরে চীন আইন অনুসারে নারীদের অধিকার ও স্বার্থ রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে । আইনের প্রণয়ন, কার্যকরীকরণও তত্ত্বাবধানের গোটা প্রক্রিয়ায় সত্যিকারভাবে নারী-পুরুষ সমতার জ্ঞানবোধ অন্তর্ভূক্ত করেছে ।নারীদের বৈধ অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধানের আইনগত ব্যবস্থার নির্মানকাজ জোরদার করার জন্যে মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষা আইন বাস্তবায়নের পদ্ধতি সহ নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার সঙ্গে জড়িত একশটি নিয়ম ও আইন-বিধি প্রকাশ করেছে ।" গণ প্রজাতন্ত্রী চীনের নারীদের অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান আইনের "সংশোধনী খসড়া প্রস্তাব দশম জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ১৬তম অধিবেশনে পর্যালোচনা করা হয়েছে ।বিশেষ করে "বিবাহ আইন","লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইন","গ্রামাঞ্চলের জমির ঠিকা আইন"প্রভৃতি আইন প্রণয়ন ও সংশোধনে নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে নিয়ম নির্ধারিত হয়েছে ।ধাপেধাপে অধিকার রক্ষার সামাজিক কর্ম -ব্যবস্থা উন্নত করা হয়েছে , নারী ও শিশুদের অধিকার ও স্বার্থ রক্ষার জাতীয় সমন্বয় গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে । নারীদের সাহায্য করার জন্যে সারা দেশে ৩০০০সরকারী আইন সহায়তা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে ।চীন নারীদের উপর চালানো পারিবারিক নির্যাতনের বিরোধিতা করে এবং আইন অনুযায়ী তা রোধ করে । এখন চীনের ২২টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্র শাসিত মহা নগরে পারিবারিক নির্যাতন বিরোধিস্থানীয় নিয়ম প্রণয়ন করা হয়েছে,পারিবারিক নির্যাতনবিরোধি হটলাইন চালু হয়েছে,রিপোর্ট প্রদান কেন্দ্র, আহত পরীক্ষা কেন্দ্র, নারীদের সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ।নারী কেনাবেচার অপরাধ দমনে স্পষ্ট সাফল্য অর্জিত হয়েছে।

    বিগত ১০বছরে অক্লান্ত প্রয়াস চালানোর পর চীনের নারী ব্রতের উল্লেখ্যযোগ্য সাফল্য সম্পর্কে কু সিউলিয়েন বলেছেন , এই ১০ বছর হচ্ছে চীনা নারীদের বিকাশ ও উন্নতি সবচেয়ে দ্রুত হওয়ার এক ঐতিহাসিক সময়পর্ব।চীনের নারী ব্রতের উন্নয়নে উজ্জ্বলসাফল্য অর্জিত হয়েছে।রাষ্ট্র ও সমাজের প্রশাসনে নারীদের অংশ নেওয়ার মান আরও উন্নত হয়েছে ,বিপুল সংখ্যক শ্রেষ্ঠ নারী বিভিন্ন স্তরের নেতৃস্থানে প্রবেশ করেছেন,নিম্ন স্তরের নারীদের রাজনীতিতে অংশ নেয়ার জ্ঞানবোধ ও দক্ষতা স্পষ্ট জোরদার হয়েছে ।নারীদের কর্মসংস্থানের ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়েছে ,নারীদের পেশাগত কাঠামো অনবরতভাবে উন্নত হয়েছে।অধিক থেকে অধিকতর নারী বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা,টেলিযোগাযোগ, তহবিল প্রভৃতি ক্ষেত্রে কাজ করছেন । নারীদের শিক্ষার হার বিপুল পরিমানে বৃদ্ধি হয়েছে ।নানা ধরণের শিক্ষায় নারীদের অনুপাত অনবরত বাড়ছে ।পুরুষ ও নারীদের শিক্ষা লাভের ব্যবধান স্পষ্টভাবে কমেছে । নারীদের স্বাস্থ্য ও জীবনযাপনের মান অনেক উন্নত হয়েছে , স্বাস্থ্য রক্ষার পরিবেশ দিনদিন উন্নত হচ্ছে । নারীদের মাথাপিছু আয়ু পুরুষদের ছাড়িয়ে গেছে ।নারীদের বিবাহের স্বাধীনতা আরও উন্নত হয়েছে, পরিবারে নারীদের অবস্থান ও ভূমিকা দিনদিন জোরদার হয়েছে।নারীদের ব্যক্তিগত অধিকার ও সম্পত্তি-অধিকার আইন অনুসারে সংরক্ষিত হয়েছে ।গ্রামাঞ্চলের গরিব নারী, শহরে আসা মজুর গ্রামীন নারী, কর্মচ্যুত নারী , বৃদ্ধা নারী , বিকলাঙ্গ নারী সহ দুর্বল নারীগণ গোটা সমাজের যত্ন লাভ করেছেন । তাঁদের জীবনধারণ, সুরক্ষা ও উন্নয়নের পরিবেশ অনেক উন্নত হয়েছে । চীনা কমিউনিষ্ট পার্টির নেতৃত্বে, সমাজতান্ত্রিক ব্যবস্থার নিশ্চয়তাবিধানের কল্যানে কোটি কোটি নারী রষ্ট্রের মালিক হিসেবে সক্রিয়ভাবে সংস্কার ও উন্মুক্ত নীতির পথ ধরে আধুনিকায়নের মহান ব্রতে ঝাঁপিয়ে পড়ে নিজেদের বুদ্ধি ও মেধা দেখিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার জন্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ।

    চীনের নারী আন্দোলনের উন্নয়নের ভবিষ্যত সম্পর্কে কু সিউলিয়েন বলেছেন , নতুন শতাব্দীর নতুন পর্যায়ে প্রবেশ করার পর, চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি চীনা জাতির মহান পুনরুত্থানের মুখোমুখী দাঁড়িয়ে সার্বিকভাবেস্বচ্ছ সমাজ গঠন করার নক্সা তৈরী করেছে, সমাজতন্ত্র ও সুষম সমাজ গড়ে তোলার গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে । এটা চীনের নারী আন্দোলনেরবিকাশের জন্যে আরও প্রশস্ত অবকাশ সৃষ্টি করেছে এবং আরও শক্তিশালী চালিকা শক্তি যোগাড় করেছে ।আমাদের এই গুরুত্বপূর্ণ কৌশলগতসুযোগ আকঁড়ে ধরতে হবে, গোটা পরিস্থিতি এবং বাস্তব অবস্থার মুখোমুখী দাঁড়িয়ে চীনের নারী আন্দোলনের প্রাণবন্ত বিকাশ ত্বরান্বিত করতে হবে ।চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক নারী আন্দোলনের তাত্ত্বিক ব্যবস্থা নির্মান করার প্রচেষ্টা চালাতে হবে, নারী-পুরুষ সমতা সহ মৌলিক রাষ্ট্রীয় নীতির তত্ত্ব ও অনুশীলনের গবেষণা ও প্রচারকে আরও জোরদার করতে হবে ।আন্তর্জাতিক নারী আন্দোলনের তুলনামূলক গবেষণা জোরদার করতে হবে ।নারী সম্পর্কে মার্কসবাদী তত্ত্ব দিয়ে চীনের নারী আন্দোলনের নতুন বিকাশ পরিচালনা করতে হবে ।নারীদের সার্বিকউন্নয়নের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নারী শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে,সক্রিয়ভাবে নারীদের শিক্ষা লাভের পরিবেশ ও অবস্থা উন্নত করতে হবে । নারী ব্রতের বিকাশের সহায়ক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালাতে হবে ,নারী ও শিশু ব্রতের বিকাশে আর্থিক সাহায্য বাড়ানোর ব্যাপারে বিভিন্ন স্তরের সরকারের সমর্থন অর্জনের প্রচেষ্টা চালাতে হবে । নারী ফেডারেশনের অধীনস্থ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংস্কারকে গভীরে নিয়ে গিয়ে নারী ব্রতের টেকসই উন্নয়ন করার জন্যে সামাজিক সম্পদ অর্জন করার প্রচেষ্টা চালাতে হবে ।বিশ্বাস করা যায়, তেন সিয়াওপিংয়ের তত্ত্ব ও তিনটি প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ চিন্তাধারার নির্দেশনায় এবং পার্টি ও সরকারের নেতৃত্বে ব্যাপক নারীদের মিলিত প্রচেষ্টা চালাবার পর চীনের নারীব্রতের ভবিষ্যত আরও সুন্দর হবে ।