উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ছো সু হোন ২২ সেপ্টেম্বর জাতিসংঘের ৬০তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দিয়েছেন। তিনি যথাশীঘ্রই লাইট-ওয়াটার রিএক্টর যুগিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন।
ছো সু হোন বলেন, চতুর্থ ছ-পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে পারমাণবিক সমস্যায় উত্তর কোরিয়ার মতাধিষ্ঠান প্রতিফলিত হয়। সঙ্গে সঙ্গে কোরীয় উপদ্বীপের পারমাণবিক-অস্ত্র মুক্তকরণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দায়ীত্ব নির্ধারিত করা হয়েছে। তিনি বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হলে, দু'দেশের মধ্যে পারস্পরিক আস্থা স্থাপিত হলে এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক হুমকি না দিলে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার আর কোন প্রয়োজন থাকবে না।
ছো সু হোন বলেন, বর্তমানের জরুরী কাজ হলো যুক্তরাষ্ট্র যথাশীঘ্র উত্তর কোরিয়ার কাছে লাইট-ওয়াটার রিএক্টর যুগিয়ে দেয়া এবং উত্তর কোরিয়ার বেসামরিক ক্ষেত্রে পারমাণবিক শক্তি ব্যবহারাধিকার স্বীকার করা। তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার চুড়ান্ত লক্ষ্য হলো কোরীয় উপদ্বীপের পারমাণবিক-অস্ত্র মুক্তকরণ বাস্তবায়ন করা।
|