v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-23 10:30:18    
২৩ সেপ্টেম্বর

cri
** জুয়ান ফেরোন আবার আর্জেনটিনার প্রেসিডেন্ট নির্বাচিত

    ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর আর্জেনটিনার সাবেক প্রেসিডেন্ট জুয়ান ফেরোন অভূতপূর্বভাবে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৫৫ সালের একটি সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারিয়েছিলেন, ১৮ বছর পর তিনি আবার আর্জেনটিনার ক্ষমতায় ফিরে আসেন। ফেরোনের স্ত্রী তার ন্যায়পরায়ণতা ও মুক্তিযুদ্ধে পার্টির সম্মুখভাগের প্রার্থী হিসেবে তাঁর স্বামীর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ল্যাটিন আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হন।

** চিলির কবি পাবলা নেরুদার মৃত্যু

    ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর চিলির বিখ্যাত কবি পাবলা নেরুদা মারা যান।১৯০৪ সালের ১২ জুলাই চিলির কবি পাবলা নেরুদার জন্ম ।তিনি ছোটবেলা থেকেই খুব লেখাপড়া করতেন এবং ছাত্রাবস্থায় প্রবন্ধ লেখা শুরু করেন । কিন্তু তাঁর বাবা সাহিত্যের প্রতি তার আগ্রহের খুব বিরোধী ছিলেন । তাই ১৯২০ সালের নভেম্বর মাসে তিনি মন স্থির করেন যে শুধু লেখকের করমের নাম নিয়ে প্রকাশ করেন । তাঁর করমের নাম হচ্ছে নিয়েলুডা।

**১২তম বিশ্ব শক্তিসম্পদ সম্মেলন সমাপ্ত

    ১৯৮৩ সালের ২৩ সেপ্টেম্বর ১২তম বিশ্ব শক্তিসম্পদ সম্মেলন সমাপ্ত হয় । সম্মেলনে গৃহীত একটি বিবৃতিতে বলা হয় যে , বিশ্বের ভবিষ্যত্ উন্নয়নের জন্য শক্তিসম্পদের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    বিবৃতিতে আরো বলা হয় , প্রায় ৫০টি দেশের গবেষক এই সম্মেলনে ১৬০টি ব্যাপকভিত্তিক গবেষণাপত্র পেশ করেন, সম্মেলনের ওয়ার্কিং গ্রুপ ও বিশেষ সভায় এ নিয়ে আলোচনা হয়। বিভিন্ন দেশের বিশেষজ্ঞর শক্তি সম্পদের মৌলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেন এবং ধারাবাহিক প্রস্তাব দাখিল করেন।

    বিবৃতিতে আরো বলা হয় , আগামি কয়েক দশকে বিশ্বে শক্তিসম্পদ সরবরাহ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সমস্যা । বিশেষ জরুরী কাজ হচ্ছে শক্তি-সম্পদে সমৃদ্ধ দেশের কম শক্তি-সম্পদের অধিকারী দেশকে সাহায্য করা।

**১৯৯৪ সালে চীনা ক্রীড়ামহলের ৪৫জন সেরা ক্রীড়া ব্যক্তির নির্বাচনের ফল প্রকাশিত হয়

    ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর " চীন প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষে চীনের ক্রীড়ামহলের ৪৫জন সেরা ক্রীড়া ব্যক্তি নির্বাচনের ফল পেইচিংয়ে প্রকাশিত হয় । তাঁরা হচ্ছেন উ ছুয়ানয়ু, জেং ফেংরোং, ছেন চিংকে, রোং কুওটুয়ান, ছি লিয়েয়ুন, মু সিয়াংসিং, ছেন চিয়াছুয়ান, লুও জিহুয়ান, ওয়াং ফুজৌ, লি সুলান, ছিউ চুংহুই, প্রমুখ ।

** ভূমধ্যসাগরের উপর দিয়ে প্রথম উড্ডয়ন

    ১৯১৩ সালের ২৩ সেপ্টেম্বর ফ্রান্সের বৈমানিক রোলানড গ্যারোস ঘানার কাছাকাছি ফ্রেজুস থেকে তিউনিসিয়ার বিজেরতে পর্যন্ত প্রায় ৩৪৭ কিলোমিটার উড়ে যান । অনেক আগে তিনি পরিকল্পনা করে ভূমধ্য সাগরের উপর দিয়ে উড়ে যান। তাঁর বন্ধুরা তাঁকে অনেকবার একাজ করতে নিষেধ করে কিন্তু তিনি তার সিদ্ধান্তে অর্টল থাকেন।

    ২৩ তারিখ সকাল ছয়টায় তিনি বিমানে করে দক্ষিণ দিকে উড়ে যান। আবহাওয়া ভাল ছিল কিন্তু তিনি এবার বাতাস প্রবাহের বিপরীত দিকে উড়ে যান। দুপুর পৌনে দুইটায় বিজেরতে অবতরণ করেন । তখন শুধু ১.৩ লিটার পেট্রোল অবশিষ্ট ছিল।

    গ্যারোস উড্ডয়ন সেসময়ে সাগরের উপর দিয়ে সবচেয়ে দীর্ঘতম উড্ডয়ন এজন্য তিনি বিখ্যাত বৈমানিকের খ্যাতি লাভ করেন । তিনি ইউরোপের কিছু বিখ্যাত দীর্ঘ প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন। তিনিও অনেক দেশে উড্ডয়ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।