|
|
(GMT+08:00)
2005-09-22 21:07:59
|
জাতি সংঘে লি চাও সিংয়ের দ্বিপাক্ষিক ও বহুমুখী বৈঠক অব্যাহত
cri
২১ সেপ্টেম্বর জাতি সংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনে অংশ গ্রহণকারী চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং তাঁর দ্বিপাক্ষিক আর বহুপক্ষীয় বৈঠক অব্যাহত রেখেছেন। ই ইউর ত্রয়কা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করার সময় লি চাও সিং বলেছেন, অষ্টম চীন-ই ইউ নেতাদের বৈঠকে সারগর্ভ সাফল্য অর্জিত হয়েছে। রণনৈতিক দৃষ্টিভঙ্গিতে চীন-ই ইউ সার্বিক অংশীদার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দু'পক্ষ অসম্পন্ন কাজ ভালভাবে মোকাবেলা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। জোটনিরপেক্ষ আন্দোলনের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করার সময় পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং ফিলিস্তিন সমস্যায় চীন সরকারের অবস্থান আবার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক শান্তি বাস্তবয়নের উদ্যোগে অংশ নেবে এবং মধ্য-প্রাচ্য স্থিতিশীল শান্তি বাস্তবায়নের জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিনিধি বলেছেন, মধ্য-প্রাচ্যেশান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জোটনিরপেক্ষ আন্দোলন চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করবে।
|
|
|