|
 |
(GMT+08:00)
2005-09-22 21:00:00
|
পাকিস্তানের পুর্বাঞ্চলে দু'টো বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত
cri
২২ সেপ্টেম্বরপাকিস্তানের পুর্বাঞ্চলের লাহোর শহরে সংঘটিত দু'টো বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত এবং বিশ জনেরও বেশী লোক আহত হয়েছে।একটি স্থানীয় বেসরকারী টেলিভিশনের একটি খবরে বলা হয়েছে, দেড় ঘন্টার পর পর সাইকলে বাঁধা দু'টো বোমা পর পর একটি পার্কের নিকটবর্তী জায়গায় আর শহরের কেন্দ্রের একটি বিপনী এলাকায় বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণে একজন মারা গেছে এবং ১৩জন আহত হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণে ৫জন নিহত এবং ১০জনেরও বেশী আহত হয়েছে।
|
|
|