|
 |
(GMT+08:00)
2005-09-22 20:26:37
|
চীন-ভারত বৈঠক পেইচিংএ অনুষ্ঠিত হবে
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ২২ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধিদের ষষ্ঠ বৈঠক এ মাসের ২৬ আর ২৭ তারিখে পেইচিংএ অনুষ্ঠিত হবে। মুখপাত্র ছিনকাং বলেছেন, চীন আর ভারতের বিশেষ প্রতিনিধিরা চীন-ভারত সীমান্ত সমস্যার নিষ্পত্তিতে দু' দেশের সরকারের স্বাক্ষরিত মৌলিক সমঝোতা চুক্তি অনুসারে দু' দেশের সর্ম্পকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সীমান্ত সমস্যার কাঠামো নিষ্পত্তির উপায় অনুসন্ধান করবেন। চীন পক্ষ বিশ্বাস করে দু'পক্ষ এই মৌলিক নীতির আলোকে সমতল পরামর্শের মাধ্যমে উভয়ের গ্রহণযোগ্য নিষ্পত্তির পদ্ধতি খুঁজে বের করবে পারবে।
|
|
|