|
ইরানের পরমাণু সমস্যার সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে চায়
cri
|
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকান ২২ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, ইরানের পরমাণু সমস্যার নিষ্পত্তিতে গঠনমূলক ভূমিকা পালন করার জন্যে চীন পক্ষ বিশ্ব সমাজের সঙ্গে একত্রে প্রচেষ্টা চালাতে প্রস্তুত।২১ সেপ্টেম্বর জেনিভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের অধিবেশনে মুখপাত্রটি এ কথা বলেছেন। মুখপাত্র ছিনকান বলেছেন, চীন মনে করে, ইরান আর ই ইউর মধ্যে আলোচনা যত তাড়াতাড়ি সম্ভব পূণপ্রতিষ্ঠা করা বর্তমানেজরুরী কতর্ব্য। তিনি জোর দিয়ে বলেছেন, চীন মনে করে, বর্তমানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের অবকাশ রয়েছে।
|
|