২১ সেপ্টেম্বর জেনিভায় চলমান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদ সভায় ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করা হবে কি না তা নিয়ে রাশিয়া, পাকিস্তান আর যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সরকার একই দিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘের নিরাপত্তা পরিষদে দাখিল করার প্রস্তাব অগঠনমূলক এবং রাজনৈতিক আর কূটনৈতিক পদ্ধতিতে এই সমস্যা সমাধানের অনুকূল নয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাইম খান বলেছেন, পাকিস্তান ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করার বিপক্ষে। পাকিস্তান আশা করে এই সমস্যা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে সমাধান করা হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র এরেলি জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু পরিকল্পনা স্পষ্ট করা উচিত , নইলে ইরানের পরমাণু সমস্যা সম্ভবত জাতি সংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করা হবে।
|