রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী, ছ'পক্ষীয় বৈঠকের রুশ প্রতিনিধি দলনেতা আলেক্সানডার আলেক্সিয়েভ ২১ সেপ্টেম্বর বলেছেন, "চতুর্থ ছ'পক্ষীয় বৈঠক সংক্রান্ত যৌথ বিবৃতি" বৈঠকের শুরু থেকে এ পর্যন্ত প্রথম সম্পাদিত যৌথ বিবৃতি। তা কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতীক।
তিনি বলেছেন, যৌথ বিবৃতি একটি সংকলনমূলক দলিল, যাতে পরবর্তী কাজের নীতি নির্দেশিত হয়েছে।
তিনি বলেছেন, পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকে বিভিন্ন পক্ষ যৌথ বিবৃতিতে নির্ধিরিত "প্রতিশ্রুতি সম্মুখীন প্রতিশ্রুতি, তত্পরতার সম্মুখীন তত্পরতা"-র নীতিতে বিস্তারিত পদক্ষেপ এবং সময়সীমা নিয়ে আলোচনা করবে।
|