সম্প্রতি চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় এক রিপোর্টে বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগের প্রতি বেসরকারী সংস্থাকে দাতব্য পুঁজি সংগ্রহের কাজে অংশগ্রহণ করতে উত্সাহ দেয়ার দাবি জানিয়েছে , যাতে চীনের দাতব্য ব্রতের উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
রিপোর্টে বলা হয়েছে , উপযুক্ত ক্ষেত্রে চীনের কিছু অঞ্চলের দাতব্য কেন্দ্র বেসরকারী সংস্থাকে তাদের ব্যবস্থাপনায় অঙ্গীভূত করতে পারে , যাতে সমাজের দাতব্য কাজের সামাজিকীকরণ , বেসরকারীকরণ এবং পেশাগতকরণ সম্ভব হয় ।
অন্য খবরে জানা গেছে , চলতি বছরের অক্টবর মাসে চীনের দাতব্য সংস্থা বিশ্বব্যাপী একটি এতিম-সহায়তা তত্পরতার আয়োজন করবে ।
|