২২ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন , চীন আশা করে সংলাপ ও আলাপ-পরামর্শের মাধ্যমে জাপানের সঙ্গে পূর্বসাগর সমস্যা সমাধান করা হবে । জাপান পক্ষের একতরফা পদক্ষেপের দরুণ আরো জটিল পরিস্থিতি চীন দেখতে চায় না ।
সাংবাদিক সম্মেলনে সংবাদদাতার একটি প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং বলেছেন , পূর্ব সাগরের জলসীমা নির্ধারণ সম্বন্ধে চীন ও জাপানের মধ্যে মতবিরোধ আছে । সম্প্রতি পূর্বসাগরের অবিতর্কিত জলসীমায় চীন যে তেল ও গ্যাস উত্তোলন করেছে , তার জন্য জাপান পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে ।
গত বছরের অক্টোবর মাস ও এ বছরের মে মাসে চীন ও জাপানের মধ্যে পূর্ব সাগর সমস্যা নিয়ে দুবার আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
|