v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-22 18:31:17    
কোন সালে হংকং চীনের সাথে একীভূত হয়?

cri
 প্রশ্নঃ কোন্ সালে হংকং চীনের সাথে একীভূত হয়? হংকং কি চীনের অঙ্গ রাজ্য? হংকং ও চীনের মধ্যে "একদেশ দুইনীতি" কতদিন পর্যন্ত চালু থাকবে? হংকং কোন্ উদ্দেশ্যে চীনের সাথে যোগ দেয়? পর্তুগাল কবে ম্যাকাও দ্বীপ চীনের কাছে হস্তান্তর করে? হংকং এর শেষ গর্ভনরের নাম কি?

 প্রশ্নকর্তাঃবাংলাদেশের পাবনা জেলার পারকোদালিয়া গ্রামের রেডিও ফেয়ার লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড়ের বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মোঃ জুয়েল আহম্মেদ মল্লিক, লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি বি এম ফয়সাল আহমেদ, নাটোর জেলার চন্দ্রাপুরেরমোঃ আরিফুল আলম মিলন, জয়পুরহাট জেলার তিলকপুরের ফারুক ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রেসিডেন্ট ওমর ফারুক রিমন

 উঃ হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল চীনের মুক্তা নদীর মোহনার দু'তীরে অবস্থিত, পূর্ব দিকে হংকং, পশ্চিম দিকে ম্যাকাও। হংকং আর ম্যাকাও প্রাচীন কাল থেকেই চীনের ভূভাগ। ১৮৪০ সালে আফিম যুদ্ধের পর আলাদা আলাদাভাবে যুক্তরাজ্য এবং পর্তুগাল তা দখল করে । ১৯৮৪ সালে স্বাক্ষরিত চীন-বৃটেন হংকং সমস্যা সংক্রান্ত যৌথ বিবৃতি এবং ১৯৮৭ সালে স্বাক্ষরিত চীন-পর্তুগাল ম্যাকাও সমস্যা সংক্রান্ত যৌথ বিবৃতি অনুযায়ী, চীন ১৯৯৭ সালের ১ জুলাই থেকে হংকংয়ে প্রশাসন পুনরুদ্ধার করে, ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর থেকে ম্যাকাওয়ে প্রশাসন পুনরুদ্ধার করে। সঙ্গে সঙ্গে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

 চীন সরকার হংকং এবং ম্যাকাও এই দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলে পৃথক পৃথকভাবে "এক দেশ দুই সমাজ ব্যবস্থা" , "হংকংবাসীদের দ্বারা হংকং শাসন", "ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও শাসন", উচ্চ পর্যায়ের স্বশাসন-ভিত্তিক মৌলিব নীতি অনুসরণ করে। "এক দেশ দুই সমাজ ব্যবস্থা মানে ঐক্যবদ্ধ চীনের মূলভূভাগ সমাজতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করে, হংকং আর ম্যাকাও পূর্বেকার পুঁজিবাদী ব্যবস্থা এবং জীবনযাপনের পদ্ধতি বজায় রাখে, ৫০ বছরে এর পরিবর্তন হবে না। "হংকংবাসীদের দ্বারা হংকং শাসন" মানে হংকংবাসীরা স্বাধীনভাবে হংকংকে পরিচালনা করেন। "ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও শাসন" মানে ম্যাকাওবাসীরা স্বাধীনভাবে ম্যাকাও পরিচালনা করেন। কেন্দ্রীয় সরকার এই দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারে তার প্রতিনিধি পাঠায় না। উচ্চ পর্যায়ের স্বশাসন মানে কূটনীতি, প্রতিরক্ষা বিষয়াদি ছাড়া অন্যান্য বিষয়ে কেন্দ্রীয় সরকার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল যথাযথ ও স্বাধীনভাবে এই অঞ্চলের ব্যাপার প্রশাসনের ক্ষমতা দেয়, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে প্রশাসনিক ক্ষমতা, আইন প্রনয়নের ক্ষমতা, স্বাধীন আইন প্রয়োগের ক্ষমতা এবং চূড়ান্ত বিচার ক্ষমতা।

 হংকং বিশেষ অঞ্চলের বর্তমান প্রশাসক জেন ইন ছুয়েন। ম্যাকাও বিশেষ অঞ্চলের বর্তমান প্রশাসক হো হুও হুয়া।

হংকংয়ের শেষ গর্ভনর জেনারেল ছিলেন ক্রিস প্যাটেন। তিনি বৃটেনের রক্ষণশীল পার্টির চেয়ারম্যান ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৭ সালের ৩০ জুন হংকংয়ের ২৮তম গভর্নর জেনারেল এবং হংকংয়ে মোতায়েন বৃটিশ বাহিনীর প্র্রধানসেনাপতি ছিলেন। ১৯৯৯ সালে ইউরোপীয় কমিশনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিশনার নির্বাচিত হন। ২০০৩ সালের মার্চ মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন।