
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ার পূর্ব গাটিয়া ডেঙ্গা গ্রামের নেটওয়ার্ক রেডিও এন্ড টি ভি ফ্যান ক্লাবের চেয়ারম্যান মছরুর জুনাইদ
উঃ নয়া চীন প্রতিষ্ঠার ৫৬ বছরে পর পর ৮৫০ জন উর্ধ্বতন কূটনীতিবিদ বিদেশে বিশেষ এবং পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত নিযুক্ত হন। এর মধ্যে ৪০ জন নারী অর্থাত্ প্রায় সকল রাষ্ট্রদূতের শতকরা ৪.৭ ভাগ। তাঁদের পদচিহ্ন এশিয়া, আফ্রিকা, ইউরোপ , আমেরিকা এবং ওশেনিয়ার ৩৯টি দেশে ছড়িয়ে রয়েছে। বর্তমানে চীনের ১৬০ জন বিশেষ এবং পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূতের মধ্যে ১০ জন নারী আছেন।
গণ-চীনের প্রথম নারী রাষ্ট্রদূত হলেন তিন সুয়ে সোং। তিনি ১৯৭৯ সালে নেদারল্যান্ডসে চীনের বিশেষ এবং পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হন, এবং নেদারল্যান্ডসের রাণী আন্তরিকভাবে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন। ১৯৮৪ সালের জুলাই মাসে তিনি ডেনমার্কে চীনের রাষ্ট্রদূত হন, ডেনমার্কের রাণী আন্তরিকভাবে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন। ১৯৮৬ সালে তিনি চীনের লাটিন আমেরিকান মৈত্রী সমিতির ভাইস-চেয়ারম্যান এবং মৈত্রী প্রতিনিধি দলের নেতা হিসেবে লাটিন আমেরিকার গুইয়ানা, ট্রিনিদাদ ও টোবাগো, ভেনিজুয়েলা, একুয়েডর, পেরু এবং মেক্সিকো সফর করেন।
বিদেশী সংবাদ মাধ্যম তিন সুয়ে সোংকে বিভিন্ন দেশের নারী রাষ্ট্রদূতের মধ্যে সরল ধীশক্তি, অতুলনীয় সামর্থ্য এবং প্রাণবন্তও সহযোগিতাপরায়ণ রাষ্ট্রদূত বলে মূল্যায়ন করে। তিনি চতুর্থ এবং পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি ছিলেন। এখন তিনি হচ্ছেন চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য, চীনের গণ বৈদেশিক মৈত্রী সমিতির সদস্য, চীনের লাটিন আমেরিকান মৈত্রী সমিতির ভাইস-চেয়ারম্যান, চীনের বৈদেশিক বিনিময় সমিতির স্থায়ী সদস্য।
|