চীনের উপ বেসামরিক প্রশাসন বিষয়ক উপমন্ত্রী চিয়া জিবাং ২২ সেপ্টেম্বর পেইচিংয়ে ঘোষণা করেছেন, এশীয় দুর্যোগ অপনোদন সম্মেলন ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।
তিনি বলেছেন, গত জানুয়ারী ভারত মহাসাগরের সুনামী সংক্রান্ত একটি বিশেষ শীর্ষ সম্মেলনে চীন সরকারের প্রতিনিধি এবারকার সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবারকার প্রথম এশীয় অঞ্চলের দুর্যোগ অপনোদন বিষয়ক মন্ত্রী সম্মেলন তারই ফলশ্রুতি।
তিনি বলেছেন, এবারকার সম্মেলনের লক্ষ্য হচ্ছে এশীয় দেশগুলোর দুর্যোগ অপনোদন ক্ষেত্রে অর্জিত সাফল্য প্রদর্শন করা, এশীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের সতর্কবাণী এবং তথ্য, প্রতিকার এবং দুর্যোগ অপনোদন ও সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রের অভিজ্ঞতা আদান-প্রদান করা, এশীয় অঞ্চলের দুর্যোগ অপনোদন কাজের সহযোগিতা উন্নয়ন করা।
|