v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-22 11:14:54    
২৪ সেপ্টেম্বর

cri
** ১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর মহা গণ ভবনের স্থাপন

 থিয়েন-আন-মেন মহা-চত্বরের ডান দিকে অবস্থিত মহা গণ ভবনের আয়তন ১ লক্ষ ৭১ হাজার ৮০০ বর্গমিটার, কিউবিক মিটার হিসেবে এই ভবনের আকার ১৫ লক্ষ ৯৬ হাজার ৯০০ কিউবিকমিটার। এর আয়তন রাজপ্রাসাদের চেয়ে বড়।

 মহা গণ ভবনের সদর দরজা ঠিক থিয়েন-আন-মেন মহা-চত্বরের সঙ্গে মুখোমুখি হয়। এর উপরে চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক টাঙ্গান আছে। মহা গণ ভবন হচ্ছে চীনের জাতীয় গণ কংগ্রেসের সম্মেলন আয়োজনের স্থান। এখানে বিদেশী অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং নানা বিরাটাকারের ভোজ সভা আয়োজিত হয়।

 দশ হাজার আসনের হল, উত্তরাঞ্চলের ভোজ সভা হল এবং দক্ষিণাঞ্চলের জাতীয় গণ কংগ্রেসের কার্যালয় হচ্ছে মহা গণ ভবনের তিনটি প্রধান অংশ।

 দক্ষিণাঞ্চলে জাতীয় গণ কংগ্রেসের কার্যালয়ের মধ্যে ৩৩টি সভা কক্ষ চীনের বিভিন্ন প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্র-শাসিত মহানগর এবং হংকং, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের নাম দিয়ে নামকরণ করা হয়েছে, প্রত্যেক সভা কক্ষ স্থানীয় বৈশিষ্ট্যে সাজানো হয়। পর্যটন দলের সুবিধার জন্য মহা গণ ভবনের দু'তলায় বিদেশীদের বিশ্রাম হল আছে।

** ১৯৫৬ সালের ২৪ সেপ্টেম্বর চীন ও ইয়েমেনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

 ইয়েমেনের পুরো নাম ইয়েমেন প্রজাতন্ত্র। এর অর্থ সৌভাগ্য ভূমি বা আরবের স্বর্গীয় উদ্যান, দক্ষিণাঞ্চলের রাজ্য। ইয়েমেন আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তন ৫৩১৮৬৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ কোটি ১ লক্ষ ৫০ হাজার(২০০৩ সালে)। অধিকাংশ অধিবাসী আরবী। সরকারী ভাষা আরবী। জাতীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। রাজধানী সানা । ইয়েমেন হচ্ছে কৃষি প্রধান দেশ, তবে খাদ্যশস্যে স্থাবলম্বী হতে পারে নি। ইয়েমেন হচ্ছে পৃথিবীতে স্বল্পোন্নতদেশের অন্যতম। আদেন হচ্ছে তার বৃহত্তম বন্দর। লিখিত ইতিহাস ৩ হাজারাধিক বছর। ১৯৯০ সালের ২২ মে দক্ষিণ ও উত্তর ইয়েমেন ঐক্যবদ্ধ হয়ে ইয়েমেন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালের ২৪ সেপ্টেম্বর চীন আর আরব ইয়েমেনের মধ্যে মিনিস্টার পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩ সালের ১৩ ফেব্রুয়ারী রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত হয়। ১৯৬৮ সালের ৩১ জানুয়ারী চীন গণতান্ত্রিক ইয়েমেনের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। দক্ষিণ ও উত্তর ইয়েমেনের পুনরেকীকরণের পর চীন ও ইয়েমেনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার তারিখ স্থির করা হয়েছে ১৯৫৬ সালের ২৪ সেপ্টেম্বর।

** ১৯৮২ সালের ২৪ সেপ্টেম্বর হংকং সমস্যায় তেং সিয়াও পিং আর মাদাম থ্যাচারের মধ্যে গভীর আলোচনা

 চীন ও বৃটেনের নেতারা সৌহার্দ্যপূর্ণপরিবেশে হংকংয়ের ভবিষ্যত সমস্যা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। দু'পক্ষের নেতারা নিজ নিজ অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন। হংকংয়ের সমৃদ্ধি এবং স্থিতিশীলতা রক্ষা করার অভিন্ন উদ্দেশ্যে দু'পক্ষ এই সফরের পর কূটনৈতিক পদ্ধতিতে আলোচনা করতে রাজি হয়েছেন।

 ৩০ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিভাগের মুখপাত্র বলেন, হংকং চীনের ভূভাগের একটি অংশ। অতীতে বৃটিশ সরকার চীনের ছিং রাজবংশের সরকারের সঙ্গে স্বাক্ষরিত হংকং অঞ্চল সংক্রান্ত চুক্তি অসমতা চুক্তি, চীনা জনগণ কখনো তা গ্রহণ করেন না। চীন সরকারের বরাবরই অধিষ্ঠান হচ্ছে শর্ত পরিপক্ক হওয়ার সময় গোটা হংকং অঞ্চলকে ফিরিয়ে আনবে।

 হংকং অঞ্চলের অন্তর্ভুক্ত আছে হংকং, কাউলোং এবং সিনকাই। গত শতাব্দীতে স্বাক্ষরিত "চীন-বৃটেন নানচিং চুক্তি", "চীন-বৃটেন পেইচিং চুক্তি" এবং "চীন-বৃটেন হংকংয়ের সীমান্ত বিস্তারের দশটি বিশেষ ধারা"য় এই তিনটি জায়গা পর পর বৃটেনের কাছে ছেড়ে দেয়া বা ভাড়া দেয়া হয়েছে।