নিখিন চীন ট্রেডইউনিয়নের সম্পাদকমন্ডলির সম্পাদক ছেন রোং সু ২১ সেপ্টেম্বর সাংহাইএ বলেছেন, দারিদ্র বিমোচনে চীনের ট্রেডইউনিয়নের ভূমিকা অদ্বিতীয়। সাংহাইএ অনুষ্ঠিত ' অর্থনীতির বিশ্বায়ন আর ট্রেডনিয় ২০০৮ ' আন্তর্জাতিক ফোরামে তিনি বলেছেন, দারিদ্র বিশ্বের অর্থনীতি আর সামাজিক উন্নয়নে একটি জটিল বাধায় পরিণত হয়েছে। দীর্ঘকাল ধরে চীনের ট্রেডইউনিয়ন সক্রিয়ভাবে দেশের সংশ্লিষ্ট আইন ও নীতিমালার প্রণয়ন আর কার্যকরীকরণে অংশ নিয়ে এসেছে, কর্মচ্যুত শ্রমিক আর পুণকর্মসংস্থান কাজ মোকাবেলায় সরকারকে সাহার্য্য দিয়ে এসেছে এবং শ্রমিকদের উত্পাদন আর জীবনযাত্রার সম্মুখীন সমস্যার সমাধানে প্রচেষ্টা চালিয়ে এসেছে।
বিশ্বের ট্রেডইউনিয়নের যুক্ত সংস্থা এবং ভারত আর দক্ষিণ আফ্রিকান দেশগুলোর ট্রেডউনিয়নের নেতারা এই ফোরামে অংশ নিয়েছেন।
|