লুও সুয়েচুয়ান ১৯৮৪ সালের ২৬ জানুয়ারী চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। বই পড়া, সংগীত ও ফ্যাশন তাঁর প্রিয় সখ। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে ২০০৩ সালে দশম বিশ্ব সাঁতার চ্যাম্পয়নশীপে নারীদের ৫০ মিটার ও ১০০ মিটার বুক সাঁতারে দফায় চ্যাম্পিয়ন হন।
তিনি ১৯৯৬ সালে চেচিয়াং প্রদেশের প্রথম ক্রীড়া অনুশীলন দলের সাঁতার দলে অনুশীলন করেন, তখন তাঁন কোচ ছিলেন চাং ইয়াতোং। ১৯৯৬ সালে চেচিয়াং প্রদেশের সাঁতার দলে প্রবেশ করেন, তখনও চাং ইয়াতোং তাঁর কোচ ছিলেন। ২০০০ সালে জাতীয় সাঁতার দলে প্রবেশ করেন।
২০০০ সালে চিনান শহরে জাতীয় সাঁতার চ্যাম্পয়নশীপে নারীদের ১০০ মিটার বুক সাঁতার দফায় তিনি চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে তিনি সিডনী ওলিম্পিক গেমসে নারীদের ২০০ মিটার বুক সাঁতার দফায় অষ্টম হন। ২০০১ সালে তিনি বিশ্ব চ্যাম্পয়নশীপে নারীদের ৫০ মিটারও এক শো মিটার বুক সাঁতার দফায় চ্যাম্পিয়ন এবং ২০০ মিটার, ৪ গুনিতক ১০০ মিশ্র রিলে সাঁতা দফায় তৃতীয় হন। ২০০১ সালে তিনি নবম জাতীয় গেমসে নারীদের ১০০ মিটার বুক সাঁতার দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে তিনি বিশ্ব ছোট পুল চ্যাম্পয়নশীপে নারীদের ৫০ মিটার বুক সাঁতার দফায় রানার্স-আপ হন। ২০০২ সালে তিনি প্যান-প্যাসিফিক অঞ্চলের সাঁতার চ্যাম্পয়নশীপে নারীদের ১০০ মিটার বুক সাঁতার দফায় তৃতীয় এবং ২০০ মিটার বুক সাঁতার দফায় চতুর্থ হন। ২০০২ সালে তিনি চতুর্দশ এশীয় গেমসে নারীদের ১০০ মিটার বুক সাঁতার দফায় চ্যাম্পিয়ন এবং ২০০ মিটার বুক সাঁতার দফায় রানার্স-আপ হন। ২০০৩ সালে তিনি ছোট পুল বিশ্ব কাপের সাংহাই ধাপে নারীদের ৫০ মিটার বুক সাঁতার দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে তিনি বার্সেলোনায় বিশ্ব চ্যাম্পয়নশীপে নারীদের ৫০ মিটার, ১০০ মিটার ও ৪ গুনিতক ১০০ মিশ্র রিলে দফায় চ্যাম্পিয়ন হন।
তাঁর প্রধান রেকর্ড: ২০০১ সালে কুয়াংতোংয়ে নবম জাতীয় গেমসে তিনি এক মিনিট ৬.৯৬ সেকেল্ড সময় নিয়ে নারীদের ১০০ মিটার বুক সাঁতারের এশীয় রেকর্ড এবং জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। ২০০৩ সালে বার্সেলোনায় দশম বিশ্ব সাঁতার চ্যাম্পয়নশীপে এক মিনিট ৬.৮০ সেকেন্ডে এশীয় এবং জাতীয় রেকর্ড সৃষ্টি করেন।
|