বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও ভারতের অন্দ্রা প্রাদেশে তীব্র বৃষ্টি পড়েছে , এতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে ।
বাংলাদেশের সরকারী ত্রাণ বিভাগের কর্মকর্তা বলেছেন , ঝড়ে কমপক্ষে ১৬ জন মাঝি-মাল্লা নিহত , আর অনেক মাছ-ধরা নৌকা এবং তিন হাজারেরও বেশী মানুষ নিখোঁজ হয়েছে । ঝড়-সৃষ্ট জলোচ্ছ্বাস এবং বন্যার কারণে স্থানীয় ৮০ হাজার মানুষ সমুদ্রতীর এলাকা থেকে সরে গিয়েছে । বাংলাদেশের আবহাওয়া কর্মকর্তা বলেছেন , বৃষ্টির এই তীব্রতা অব্যাহত থাকবে আরো অন্ততঃ দু'-তিনদিন ।
|