সুদানের প্রেসিডেন্ট ওমার এল-বাশির ২০ সেপ্টেম্বর এক অধ্যাদেশবলে জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করেছেন এবং ২৮ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করেছেন ।
একইদিন সন্ধ্যায় তিনি টি ভি ভাষণ দেয়ার সময় বলেছেন , জাতীয় ঐক্য সরকারের প্রতিষ্ঠা হল তাঁর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস পার্টি ও প্রথম ভইস-প্রেসিডেন্ট কিলের নেতৃত্বাধীন সুদান গণ মুক্তি আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক পার্টির পরামর্শের সুফল । এটি হল সার্বিক শান্তি চুক্তি বাস্তবায়নের খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
|