সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের সঙ্গে ২০ সেপ্টেম্বর সফররত চীনের উপ প্রধানমন্ত্রী উ ই সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান এবং সহযোগিতা আরো উন্নয়ন করা এবং অব্যাহতভাবে চীন-সিঙ্গাপুর বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গভীর করার বিষয়ে একমত হয়েছে।
লি সিয়েন লোং বলেছেন, সিঙ্গাপুর-চীন সম্পর্ক খুবই সুষ্ঠভাবে উন্নত হচ্ছে। তিনি বিশ্বাস করেন যৌথ প্রয়াসে ২০১০ সালে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যমূল্য ৫ বিলিয়ন ডলারে পৌঁছার লক্ষ্য নির্দিষ্ট সময়ের আগেই বাস্তবায়িত হবে।
উ ই বলেছেন, বহু ক্ষেত্রে চীন ও সিঙ্গাপুরের ব্যাপক অভিন্ন স্বার্থ আছে, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সাফল্য লক্ষনীয়। চীন সিঙ্গাপুরের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সমতা ও পারস্পরিক কল্যানের ভিত্তিতে দু'দেশের সহযোগিতাকে অব্যাহতভাবে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।
|