মধ্য-প্রাচ্য সমস্যা সংশ্লিষ্ট চারটি পক্ষ জাতি সংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ই ইউ ২০ সেপ্টেম্বর জাতি সংঘের সদর দফতরে এক যৌথ বিবৃতিতে ইসরাইলের প্রতি দখলকৃত ফিলিস্তিনী ভূখন্ডে জনপদ প্রতিষ্ঠার প্রসার বন্ধ করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে ইসরাইলকে ফিলিস্তিনীদের তত্পরতার ওপরকার নিষেধাজ্ঞা আরো শিথিল করতে বলা হয়েছে এবং ইসরাইল ও ফিলিস্তিনকে সর্বশেষ অবস্থান নিয়ে অবশ্যই সংলাপের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে।
বিবৃতিতে ইসরাইলের গাজা ত্যাগের পর ইসরাইল ও ফিলিস্তিন অব্যাহতভাবে প্রয়াস চালাবে, মধ্য-প্রাচ্যের শান্তি "রোড ম্যাপ" পরিকল্পনায় নির্ধারিত নিয়মিত বিভিন্ন দায়িত্ব পালন করবে এবং দু'পক্ষের যোগাযোগ জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার প্রতি অব্যাহতভাবে সন্ত্রাস দমন করা এবং নিরাপত্তা সংস্থার সংস্কার করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনী সশন্ত্র দলগুলোকে সহিংস তত্পরতা ত্যাগ এবং ফিলিস্তিনের রাজনৈতিক অগ্রগতিতে অংশ নিতে তাগিদ দেয়া হয়েছে।
|