২০ সেপ্টেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত তেল রপ্তানীকারক দেশগুলোর সংস্থা-- ওপেক মন্ত্রী সম্মেলনে ১ অক্টোবর থেকে প্রতি দিন অতিরিক্ত বিশ লক্ষ ব্যারেল তেল বাজারে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ।একই দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে ।
ওপেক মন্ত্রী সম্মেলনের সিদ্ধান্তে বলা হয়েছে , বাজারের সরবরাহ নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে । শীতকালে ঘর গরম করার তেলের চাহিদা বাড়বে । তা ছাড়া নতুন হ্যারিকেন যুক্তরাষ্ট্রের তেল উত্পাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতেও পারে । অক্টোবর মাসে হালকা শোধিত তেলের ফিউচার্স দাম ১.১৬ ডলার কমে ৬৬.২৩ ডলার হবে । লন্ডন বাজারের ফিউচার্স দাম ১.৪১ ডলার কমে ৬৪.২০ ডলার হবে ।
|