v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-21 16:17:15    
সুরের ভুবন--গায়িকা সু রুই

cri
    সু রুইয়ের কন্ঠ কখনও চড়া কখনও নমনীয় ও সুগভীর। এই ভাবে তিনি পুরোপুরিভাবে জীবনের প্রতি তার ভাবানুভূতি প্রকাশ করেন। আমরা শ্রোতারা তাঁর সুরের উত্থান-পতনে মুগ্ধ হই। গানে বলা হয়েছে:

কখন থেকে ছোটবেলার সঙ্গীরা আমাকে ছেড়ে দূরে চলে গেছে,

কখন থেকে আমার পাশের মানুষ অপরিচিত হয়ে উঠছে।

মানুষের ভীড় আমাদের মধ্যকার ব্যবধান বাড়িয়ে দিয়েছে,

নিঃশব্দ পৃথীবি শব্দহীন রাত নীরবে কাঁদছে,

কে আমাকে জানাতে পারে, আমরা পৃথীবির পরিবর্তন করেছি, না পৃথীবি আমার ও তোমার পরিবর্তন করেছে? আচ্ছা, চলুন, বন্ধুরা, একসাথে গান শুনবো।

    সু রুই ১৯৬৮ সাল থেকে গান গাইতে শুরু করেন। কিন্তু প্রথম ১৫ বছরে সুযোগ না পাওয়ার কারণে সঙ্গীত তার জন্যে কেবল বয়ে এনেছে পরিশ্রম, মিলেনি সাফল্যের কোনো আনন্দ। ১৯৮৩ সালে সু রুই " একই ধরণের চাঁদের আলো" নামে CD সংকলন প্রকাশ করেন। এই সংকলন প্রকাশের পর শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া পড়ে যায়। এর পর সু রুই সুপ্রতিষ্ঠিত হন। তিনি পরবর্তী সময়ে ত্রিশটিরও বেশি CD সংকলন প্রকাশ করেন এবং তাঁর গান গাওয়ার বিশেষ রীতিনীতি এবং গান রচনার নৈপুণ্য চীনা ভাষার সঙ্গীত মঞ্চে অদ্বিতীয়।

    প্রিয় শোতাবন্ধুরা, এখন আমি " চিউ কান থাং মাই উ" নামে তাঁর বিশেষ CD সংকলনের আরেকটি গান শোনাবো। সু রুই ২০০৩ সালে এই বিশেষ CD সংকলন প্রকাশ করেন। এর মধ্যে প্রধানত ১৯৮৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত তাঁর বিশ বছরের গান গাওয়ার জীবনের ১৪টি আদর্শ গান সংগ্রহ করা হয়েছে। এগুলোতে বিভিন্ন সময়পর্বে সু রুইয়ের প্রতিনিধিত্বকারী গান এবং সঙ্গীত মঞ্চে তাঁর বিশ বছরের পরিণত হয়ে উঠার গতিধারা লিপিবদ্ধ করা হয়েছে। " চিউ কান থাং মাই উ" নামে এই গান হচ্ছে তাইওয়ানের একটি চলচ্চিত্রের প্রধান সঙ্গীত। গানের নাম তাইওয়ানের আঞ্চলিক ভাষা। তা হচ্ছে স্থানীয় বর্জ্য সংগ্রহকারীদের মুখের ভাষা। তার অর্থ হচ্ছে এই যে, আপনাদের খালি মদের বোতল আছে কি? সু রুই তাঁর সদিচ্ছার সুরে জীবন্তভাবে জীবন ও প্রেমের প্রতি প্রধান চরিত্রের সীমাহীন আকাঙ্ক্ষা ও অন্বেষা প্রকাশ করেন । আচ্ছা, বন্ধুরা, এখন গানটি শুনবো।

    এই CD সংকলন প্রকাশের জন্য সু রুই পাঁচ বছর সময় নেন। এ সময়কালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তা ছাড়া, তাঁর প্রিয় সঙ্গীতকার পেং কুওহুয়া সাহেবও রোগে আক্রান্ত হয়ে মারা যান। ব্রত এবং পরিবারের ব্যর্থতা সরাসরি তাঁর গান গাওয়ার রীতিনীতিতে প্রতিফলিত হয়। CD সংকলনে বেশি দুঃখ দুর্দশা ও নিসঙ্গতার আমেজ থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে গান শুনবেন তার নাম হচ্ছে " উত্সর্গ"। গানে বলা হয়েছে:

দীর্ঘপথ দূর-দূরান্তের উদ্দেশ্যে উত্সর্গ করে নিজেকে,

গোলাপ উত্সর্গিত প্রেমের উদ্দেশ্য,

তোমার উদ্দেশ্যে আমি কি উত্সর্গ করবো, প্রিয়ত আমার,

তৃণভূমির উদ্দেশ্যে সাদা মেঘ উত্সর্গিত,

সমুদ্রের উদ্দেশ্যে নদী,

তোমার উদ্দেশ্যে আমি কি উত্সর্গ করবো, বন্ধু আমার।

সু রুই বলেছেন, "উত্সর্গ" নামে এই গান হচ্ছে তাঁর সঙ্গীত জীবনে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গান। তিনি সঙ্গীতকার পেং কুওহুয়ার জন্যেই গানটি গেয়েছেন। গানটিতে চোখের পানি ও দিন কাটানোর প্রতি নিজের অক্ষমতার ভাবানুভূতি প্রকাশ পায়। আচ্ছা, বন্ধুরা, আমার সঙ্গে গানটি শুনুন।

    শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষে আমরা একসাথে সু রুইয়ের গাওয়া " প্রিয় শিশু" নামে একটি গান শুনবো। অন্যান্য গানের তুলনায় এই গানে মানুষের মনের অন্তর্নিহিত নমনীয়তা প্রকাশ পেয়েছে। সু রুইয়ের গাওয়া গানটি খুব মর্মস্পর্শী।