চীনের রেললাইন বিভাগের শীর্ষ অর্থনীতিবিদ হুয়াং মিন ২০ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, ২০২০ সাল পর্যন্ত চীনের রেললাইনের চালু দৈর্ঘ্য ১ লক্ষ কিলোমিটার হবে।
একই দিনে আয়োজিত একটি ফোরামে হুয়াং মিন বলেন, ২০২০ সাল পর্যন্ত চীনের প্রধান রেললাইনে যাত্রী ও পণ্য-বহনের রেললাইন আলাদা করা হবে। প্রধান যন্ত্রপাতি প্রযুক্তি আন্তর্জাতিক উন্নত মানে পৌঁছবে এবং এতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চাহিদা মোটামুটি মেটানো যাবে।
তিনি আরো বলেন, আগামী ১৫ বছরে চীনের রেললাইন নির্মাণে প্রায় ২ ট্রিলিয়ন ইউয়ান, অর্থাত ২৫০ বিলিয়ন মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ হবে। চীন রেললাইন নির্মাণে দেশীবিদেশী পুঁজি বিনিয়োগে উত্সাহ দেয়।
|