মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইস ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ ২০ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার উদ্দেশ্যে চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত চুক্তি পালনের আহ্বান জানিয়েছেন এবং চুক্তিতে নির্ধারিত পদক্ষেপ অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলো নিজ নিজ দায়িত্ব পালন করবে বলে মত প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেণ্ট রোহ মু-হিউন মার্কিন প্রেসিডেণ্ট জর্জ ডাবলিউ বুশের সঙ্গে ফোনে কথাবার্তার সময়েও বলেছেন, ছ'পক্ষীয় বৈঠকে প্রকাশিত অভিন্ন বিবৃতির ভিত্তিতে কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান করা যায় বলে তিনি আশা করেন।
রাইস বলেছেন, উত্তর কোরিয়ার লাইট ওয়াটার রিঅ্যাক্টর সংক্রান্ত বিবৃতি যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কড়াকড়িভাবে চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের চুক্তি পালন করবে। লাভরোভ বলেছেন, বর্তমানে এ চুক্তি কার্যকর হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেইজন্য বিভিন্ন পক্ষকে আরও অনেক কাজ করতে হবে।
রোহ মু-হিউন বুশের সঙ্গে ফোনে কথাবার্তার সময়ে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষের পৌঁছানো অভিন্ন বিবৃতি কোরীয় উপদ্বীপের শান্তি রক্ষা ও পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে খুবই তাত্পর্যপূর্ণ। বুশ জোর দিয়ে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর পর্যবেক্ষণের পর উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে।
|