|
 |
(GMT+08:00)
2005-09-20 20:45:12
|
উত্তর কোরিয়ার আশা: যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালিত হবে
cri
উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী, ছ'পক্ষিয় বৈঠকে অংশ গ্রহণকারী উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কিম কিয়ে গুয়ান ২০ সেপ্টেম্বর পিয়ংইয়ংএ বলেছেন, সদ্যসমাপ্ত ছ'পক্ষিয় বৈঠকে কোরীয় উপ-দ্বীপকে পারমাণবিক অস্ত্রবিহীন অঞ্চলে পরিণত করার মৌলিক নীতি নির্ধারণ করা হয়েছে। তিনি আশা করেন, উত্তর কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রও সংশ্লিষ্ট পদক্ষেপ নেবে। পেইচিং থেকে পিয়ংইংয়ে ফিরে আসার পর তিনি বলেছেন, সংশ্লিষ্ট পক্ষ অভিন্ন বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছে। উত্তর কোরিয়া নিজের দায়িত্ব পালন করার জন্যে যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। যুক্তরাষ্ট্রও তার প্রতিশ্রুতি মেনে চলে বাস্তব পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
|
|
|