চীনের পররাষ্ট্রমন্ত্রণলয়ের মুখপাত্র ছিন কাং ২০ সেপ্টেম্বর পেইচিংয়ে আবার জোর দিয়ে বলেছেন, চীন পক্ষ অব্যাহতভাবে সংলাপ ও আলাপ-পরামর্শের মাধ্যমে যথাযথভাবে চীন-জাপান পূর্ব সাগরের সমস্যা সমাধান করতে ইচ্ছুক, যাতে পূর্ব সাগরের স্থিতিশীলতা সুরক্ষা করা যায়।
তিনি বলেছেন, চীন পক্ষ সম্প্রতি পূর্ব সাগরের তেল এবং গ্যাসের উন্নয়ন এলাকায় নিকটসমূদ্রে চীনের অধিকার নিয়ে জাপানের সঙ্গে কোনো বিরোধ নেই।
|