উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ২০ সেপ্টেম্বর পিয়ংইয়াং-এ চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের সমাপ্তি প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন , যুক্তরাষ্ট্র লাইট ওয়াটার রি-এক্ট সরবরাহ করার পর উত্তর কোরিয়া "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তিতে" ফিরে যাবে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিরাপত্তা পর্যবেক্ষণ গ্রহণ করবে ।
এই মুখপাত্র বলেছেন , উত্তর কোরিয়া বার বার বলেছেন , যদি উত্তর কোরিয়া-মার্কিন সম্পর্ক স্বাভাবিক হয় , দু'দেশের মধ্যে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠিত হয় ,তাহলে উত্তর কোরিয়া যাবতীয় পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে । সুতরাং ত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রের যলাইট ওয়াটার রি-এক্ট সরবরাহ করা পারমাণবিক সমস্যা সমাধানের জন্য খুব গুরুত্বপূর্ণ ।
এই মুখপাত্র আরও বলেছেন , যদি যুক্তরাষ্ট্র "প্রথম পারমাণবিক অস্ত্র ছেড়ে দেয়া , তারপর লাইট ওয়াটর রি-এক্ট সরবরাহ দেয়ার" নীতি মেনে চলতে থাকে , তাহলে দু'দেশের পারমাণবিক সমস্যায় কোনো অগ্রগতি অর্জিত হবে না ।
|