v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-20 11:33:58    
২০ সেপ্টেম্বর

cri
**২০ সেপ্টেম্বর ১৯৫০ চীন গণ প্রজাতন্ত্রের প্রতীক প্রকাশিত হয়

    ১৯৫০ সালের ২০ সেপ্টেম্বর চীনের কেন্দ্রীয় গণ সরকারের চেয়ারমান মাও ছে ডংয়ের নির্দেশে চীন গণ প্রজাতন্ত্রের প্রতীকের নকশা প্রকাশিত হয়। ১০৫০ সালের ১৮ জুন চীনের জনগণের প্রথম রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চীন গণ প্রজাতন্ত্রের প্রতীকের নকশা অনুমোদিত হয়। ২৮ জুন কেন্দ্রীয় গণ সরকারের অস্টম অধিবেশনে তা গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

**২০ সেপ্টেম্বর ১৯৫৪ চীন গণ প্রজাতন্ত্রের সংবিধান কার্যকর হয়

 

    ১৯৫৪ সালের ২০ সেপ্টেম্বর চীন গণ প্রজাতন্ত্রের প্রথম কংগ্রেসের প্রথম অধিবেশনে চীন গণ প্রজাতন্ত্রের খসড়া সংবিধান অনুমোদিত হয়।এটা ছিল চীনের প্রথমটি সমাজতন্ত্রের সংবিধান।

**২০ সেপ্টেম্বর ১৯৮১ চীনের এক রকেটে তিনটি উপগ্রহের উতক্ষেপন সফল হয়

    ১৯৮১ সালের ২০ সেপ্টেম্বর চীন সাফল্যজনকভাবে এক গুচ্ছ মহাকাশ পদার্থবিদ্যা অনুসন্ধানকারীউপগ্রহ উতক্ষেপন করে। একটি রকেটে তিনটি উপগ্রহ মানে একটি রকেটে এক সঙ্গে তিনটি উপগ্রহ উতক্ষেপন করা হয়। চীনে এটা নজীরবিহীন। এতে প্রতিপন্ন হয় যে চীনের সামরিক শিল্প আর মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির মান একটি উচ্চ পযার্য়ে উন্নীত হয়।

**২০ সেপ্টেম্বর চীনে প্রথম আধুনিক সামুদ্রিক তেল সংগ্রহের প্ল্যাতর্ফম প্রতিষ্ঠিত হয়

    ১৯৮৬ সালের ২০ সেপ্টেম্বর চীনের পো সাগরের তেলক্ষেত্রে চীনের প্রথম আধুনিক সামুদ্রিক তেল সংগ্রহনের প্ল্যাথর্ফমের বসানো কাজ সম্পন্ন হয়। এ থেকে বুঝা যায়, চীন স্বাধীনভাবে সামুদ্রে তেল উত্তোলন, অনুসন্ধান আর সংগ্রহের ধারাবাহিক সরঞ্জাম তৈরী করতে পারে।

**২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক' পারমানবিক নিরাপত্তা চুক্তি' স্বাক্ষরিত হয়

    ১৯৯৪ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৩৮তম অধিবেশনে ৩৮টি দেশের প্রতিনিধিরা 'পারমানবিক নিরাপত্তা চুক্তিতে ' সই করেন। চীনের প্রতিনিধিও এই চুক্তিতে সই করেন।

**২০ সেপ্টেম্বর ১৯৯৫ তাইওয়ানের ' জাতি সংঘে পুণপ্রত্যার্বতনের' অপচেষ্টা তৃতীয় বার ব্যর্থ হয়

    ১৯৯৫ সালের ২০ সেপ্টেম্বর জাতি সংঘ সাধারণ পরিষদের ৫০তম অধিবেশনে অল্প কয়েকটি দেশের উস্থাপিত তথাকথিত জাতি সংঘে তাইওয়ানের প্রতিনিধিত্ব অধিকারের প্রস্তাব আলোচ্য বিষয়ে অন্তভূর্ক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে তাইওয়ান কতৃর্পক্ষের 'জাতি সংঘে পুণপ্রত্যার্বতের অপচেষ্টা একটানা তৃতীয় বার ব্যর্থ হয়।

    জাতি সংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ছিন হুওয়া সেন তাঁর ভাষণে বলেন, ' তাইওয়ান সমস্যা পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে হস্তক্ষেপ করার ক্ষমতা কোনো দেশের নেই। তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান সমস্যায় অন্যদের মাথা ঘামানোর দরকার নেই।