চতুর্থ ছ'পক্ষীয় বৈঠক ১৯ সেপ্টেম্বর পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। জাতিসংঘের মহাসচিব কফি আনান, মার্কিন প্রেসিডেণ্ট জর্জ ডব্লিও বুশ আর ই-ইউ একই দিন আলাদা আলাদাভাবে বৈঠকে অর্জিত সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং চীনের অবদানের প্রশংসা করেছেন।
জাতিসংঘের মহাসচিব কফি আনান একই দিন এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ও বর্তমান পারমাণবিক পরিকল্পনা পরিত্যাগের যে প্রতিশ্রুতি দিয়েছে, আনান তাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানে চীনের প্রধান ভূমিকার উচ্চ প্রশংসা করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেণ্ট বুশ একই দিন অনুষ্ঠিত রাষ্ট্রীয় নিরাপত্তা সম্মেলনে বলেছেন, কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষের প্রচেষ্টার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা জানিয়েছে। বুশ বলেছেন, উত্তর কোরিয়া নীতিগতভাবে পারমাণবিক পরিকল্পনা ছেড়ে দিয়েছে- তা একটি বিরাট অগ্রগতি। কিন্তু আগামী পদক্ষেপ হলো বাস্তব কর্মকান্ডে তা প্রমাণ করা।
ই-ইউ'র পক্ষ থেকে ই-ইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ বৃটেন এক বিবৃতিতে চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকে প্রকাশিত অভিন্ন বিবৃতিকে স্বাগত জানায়। এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ছ'পক্ষীয় বৈঠককে ই-ইউ পুরোপুরি সমর্থন করে এবং সম্ভাব্য সব সমর্থন দিতেও ইচ্ছুক।
|