v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-19 21:12:29    
১৯ সেপ্টেম্বর

cri
    ১৯ সেপ্টেম্বর ১৯২১ মরক্কোর উত্তরাংশ স্বাধীন হয়ে লিফ প্রজান্ত্র প্রতিষ্ঠিত হয়

    ১৯২১ সালের ১৯ সেপ্টেম্বর মরক্কোর উত্তরাংশে একটি নতুন প্রজাতন্ত্র গড়ে তোলার ফলে এই দেশের স্বার্থ সাংঘাটিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। লিফ উপজাতির নেতা আবদুলে খালিমু স্পেনের সশস্ত্রবাহিনী বিরোধী ধারাবাহিক সামরিক অভিযানে জয় লাভ করার পর লিফ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।

    লিফ মরক্কোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ী এলাকায় অবস্থিত। ইউরোপীয়রা এই দেশে আসার পর থেকে এই এলাকা সব সময় এই উপজাতির সম্রাজ্যবাদীদের প্রতিরোধের কেন্দ্র ছিল।

    ১৯ সেপ্টেম্বর ১৯৩৭ জাপান অবৈধ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ আমেরিকার বাজার কেটে নেওয়ার চেষ্টা করে

    ১৯৩৭ সালের সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার বাজার কেটে নেওয়ার চেষ্টা চালানোর সঙ্গে সঙ্গে জাপান আরেকটি নতুন কারচুপি ব্যবহার করে। তারা জাপানের মালবাহী জাহাজগুলোতে ' যুক্তরাষ্ট্রের তৈরী ' লেবেল আঁটে দেওয়ার পর মালপত্র বিদেশে পাঠায়। যার ফলে জাপানের প্রতি এ সব দেশের রফতানি-আমদানির পরিমাণে ভারসাম্য বজায় রাখার বাণিজ্য নীতি লঙ্ক্ষিত হয়।

    ১৯ সেপ্টেম্বর ১৯৪৪ বলগেরিয়া চক্র দেশ থেকে বেড়িয়ে আসে

        সালের ১৯ সেপ্টেম্বর বলগেরিয়া তত্কালীণ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অল্প দিনের লড়াইয়ের পর জার্মানীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিছিন্ন করে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষর করে। এর পর নতুন সরকারও প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন তার প্রতিবেশী দেশ ---যুগোস্লাভিয়ায় জয় লাভ করার পর বলগেরিয়া এই সিদ্ধান্ত নেয়। মস্কো বেতারে সৌভিয়েত ইউনিয়নের নেতা স্টালিন আনন্দের সঙ্গে ঘোষণা করেন, ' এখন থেকে বলগেরিয়া বালগান উপ-দ্বীপে জার্মানীর কেন্দ্র নয়।

    ১৯ সেপ্টেম্বর ১৯৫৬ মিশর সুইজ খাতের উপর তার সার্বভোমত্ব ফিরিয়ে আনে

    ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর মিশর সুইজ -খাতের উপর তার নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে আনার কথা ঘোষণা করে। মিশরের এই সিদ্ধান্ত ব্রিটেন আর ফ্রান্সের উপর প্রচন্ড আঘাত হানে। সুইজ খাতের ভোগলিক স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাত ছিল ইউরোপ, বিশেষ করে ব্রিটেন আর ফ্রান্সের বৈদেশিক বাণিজ্যের প্রধান পথ। দীর্ঘ দিন ধরে , খাতের ব্যবসা চালানোর ক্ষমতা খাতের কোম্পানির হতে ছিল। ব্রিটেন আর ফ্রান্স অধিকাংশ শেয়ার অধিকার করে। বার্ষিক আয় ১০ কোটি পাংকে ছড়িয়ে যায়। মিশরের কোম্পানিগুলো মাত্র ৫ শতাংশ শেয়ার অধিকার করে। যুক্তরাষ্ট্র সুইজ খাতের ঘটনায় হস্তক্ষেপ করতে চায়নি বলে ব্রিটেন ইস্রাইলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। মিশরের উপর সামরিক তত্পরতা নিতে ইস্রাইলকে সমর্থন করার জন্য ব্রিটেন সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দেয়। যার ফলে দ্বিতীয় মধ্য-প্রাচ্য যুদ্ধ বাঁধে।

    ১৯ সেপ্টেম্বর ১৯৮১ উত্তর চীনে গণ মুক্তি ফৌজের সামরিক সহড়া

    ১৯৮১ সালের ১৯ সেপ্টেম্বর উত্তর চীনের একটি জায়গায় চীনরে গণ মুক্তি ফৌজের সামরিক মহড়া আয়োজন করা হয়।

    ১৯ সেপ্টেম্বর ১৯৯১ জাতি সংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের খাদ্যের বিনিময়ে তেলের সিদ্ধান্ত গৃহীত হয়

    ১৯৯১ সালের ৯ সেপ্টেম্বর জাতি সংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ৭১২ নম্বর সিদ্ধান্তে ইরাককে ছ' মাসের মধ্যে ১৬০ কোটি মার্কিন ডলার মূল্যের তেল এবং তেলজাত পণ্য বিক্রি করতে অনুমোদন দেওয়া হয়। এই অর্থ দিয়ে জনসাধারণের পক্ষে জরুরী খাদ্য বিক্রি করা হয়।

    ১৯ সেপ্টেম্বর ১৯৯৩ ক্যাম্পুচিয়ার নতুন খসড়া সংবিধান প্রণয়ন করা হয়

    ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর ক্যাম্পুচিয়ার সংবিধান প্রণয়ন সংসদের দ্বিতীয় পূর্ণাংগ অধিবেশনে ক্যাম্পুচিয়ার নতুন খসড়া সংবিধান গৃহীত হয়।