কোরীয় উপ দ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের অধিবেশনে ১৯ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে 'চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের অভিন্ন বিবৃতি ' অনুমোদিত হয়েছে।একই দিন সংশ্লিষ্ট পক্ষ এই বিবৃতির ভূয়সী প্রশংসা করেছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন বলেছেন, এবারকার বৈঠকের সুবাদে বিভিন্ন পক্ষ সংলাপ আর সহযোগিতা জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতা হিল বলেছেন, এবারকার বৈঠকে কোরীয় উপ-দ্বীপকে উপ দ্বিপ পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার ব্যাপারে মতৈক্য হয়েছে। এটা হল উভয়জয়ের পরিস্থিতি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে , এবারকার বৈঠকে যে সাফল্য অর্জিত হয়েছে তা আশাব্যঞ্জক।
তা ছাড়া , জাপানের পররাষ্ট্র মন্ত্রী, দক্ষিণ কোরিয়ার একায়ন মন্ত্রী এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক বারাদেই যথাক্রমে এবারকার বৈঠকের ইতিবাচক মূল্যায়ন করেছেন।
|