|
|
(GMT+08:00)
2005-09-19 20:49:45
|
আসিয়ান আন্ত:সংসদীয় সংস্থার ২৬তম অধিবেশন ভিয়েনটিয়ানে শুরু
cri
আসিয়ান আন্ত সংসদীয় সংস্থার ২৬তম অধিবেশন লাওসের রাজধানী ভিয়েনটিয়ানে শুরু হয়েছে। আসিয়ানের দশটি দেশের প্রতিনিধিরা প্রধানত সন্ত্রাসবাদ আর দস্যুতা দমন, 'দক্ষিণ-পূর্ব এশিয়ার সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা চুক্তি দক্ষিণ সাগরের সহযোগিতা, দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা, নারী ও শিশু অপহরণ ও বিক্রি রোধে আইনগত সহযোগিতা এবং প্রাকৃতিক দুর্যোগ নিরসন আর নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছেন। এবারকার অধিবেশনের চেয়ারম্যান, লাওসের স্পীকার সামানে ভিয়াকেট উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। তিনি জোর দিয়ে বলেছেন, ২০২০ সালের আগে আসিয়ানের গোষ্ঠি গড়ে তোলা এই অঞ্চলের বিভিন্ন দেশের ভবিষ্যতের জন্য সুদুরপ্রসারীগুরুত্বপূর্ণ তাত্পর্যসম্পন্ন। উদ্বোধনী অনুষ্ঠানে লাওসের প্রধান মন্ত্রী আসিয়ান দেশগুলোর উদ্দেশ্যে এই গোষ্ঠির প্রতিষ্ঠায়অব্যাহতভাবে আত্মনিয়োগকরার আহ্বান জানিয়েছেন।
|
|
|