জাতি সংঘের জেনিভা সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি শা চু খান ১৯ সেপ্টেম্বর বলেছেন , চীন সরকার বরাবরই শিশু রক্ষার কাজকে গুরুত্ব দেয় এবং জাতি সংঘের চুক্তিগুলো অনুসারে নিজের দায়িত্ব পালন করে ।
জাতি সংঘের শিশু অধিকার কমিটি একই দিন শিশু অধিকার চুক্তির কার্যকরীকরণ সংক্রান্ত চীনা রিপোর্ট আর শিশু কেনাবেচা , শিশু পতিতা বৃত্তি আর শিশুর জন্য তৈরী অশ্লীল প্রকাশনা সংক্রান্ত চুক্তির কার্যকরীকরণ সংক্রান্ত চীনা রিপোর্ট পর্যালোচনা করেছে । স্থায়ী প্রতিনিধি শা চু খাই পর্যালোচনা অধিবেশনে ভাষণ দেয়ার সময় এই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , চীন সরকার জাতি সংঘ শিশু অধিকার কমিটিসহ আন্তর্জাতিক সমাজের সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতা করে শিশুর অবস্থান ও তাদের অধিকার রক্ষা, শিশু ব্রতের উন্নয়ন আর তাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালাবে ।
|