জাপানের মানুষ ও প্রাকৃতিক বিজ্ঞান গবেষনাগারের প্রধান কোমাটসু আকিও-র নেতৃত্বাধীন জাপানের শিল্পপতি মহলের একটি প্রতিনিধি দল ১৮ সেপ্টেম্বরনানচিংয়ের জাপানী হত্যাযজ্ঞ প্রদর্শনী ভবনের সামনে এই হত্যাযজ্ঞে চীনা নাগরিকদের প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে । কোমাটসু আকিও বলেছেন , চীনা জনগণের জন্য অবর্ণনীয় দুঃখদুর্দশা ডেকে আনা জাপানীদের উত্তরসুরী হিসেবে গভীর শোক প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের উচিত ইতিহাস সম্বন্ধে সঠিক মনোভাব পোষণ করে নিজের দায়িত্ব পালন করা এবং মিলিতভাবে বিশ্বশান্তির জন্য প্রচেষ্টা চালানো ।
নানচিং হত্যাযজ্ঞ প্রদর্শনী ভবনের প্রধান চু ছেন সান বলেছেন , আমি বিশ্বাস করি জাপানের শান্তিকামী ব্যক্তিদের প্রচেষ্টার মাধ্যমে দুদেশের জনগণের মানসিক আদান প্রদান আরো সুষ্ঠু ও স্থায়ীহবে ।
|