১৯তম আন্তর্জাতিক জলসেচ ও নিষ্কাশন সম্মেলন১৮ সেপ্টেম্বর পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে প্রকাশিত 'পেইচিং ঘোষণাপত্রে' বিভিন্ন দেশের উদ্দেশ্যে পানি সদ্ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে, যাতে সারা মানব জাতির খাদ্য নিরাপত্তার স্থিতিশীলতার জন্য অবদান রাখা যায়।
জানা গেছে, বতর্মানে সারা পৃথিবীতে কৃষি ক্ষেত্রে জলসেচে যে পানি ব্যবহার করা হয়েছে তা সমস্ত মিঠা পানির ৭০ শতাংশ।জলসেচের কৃষি উত্পাদন পরিমাণ সারা পৃথিবীর কৃষি উত্পাদন পরিমাণের ৪০ শতাংশ। পেইচিং ঘোষণাপত্রে বলা হয়েছে, উন্নয়নকামী অঞ্চলের জলসেচ আর নিষ্কাশনের ভূমি আয়তন বাড়ানো ভবিষ্যতে কৃষি উত্পাদনের পরিমাণ বাড়ানোর চাবিকাঠি। তা ছাড়া, বর্তমানে যে জায়গায় জলসেচের ব্যবস্থা আছে সেই জায়গার পানি ও ভূমির ব্যবস্থাপনা উন্নত করা উচিত।
|