শ্রীলংকার নির্বাচন কমিশন ১৯ সেপ্টেম্বর ঘোষণা করেছে , এই বছরের নভেম্বর মাসের ১৭ তারিখে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজিত হবে।
শ্রীলংকার এক কোটি ৩০ লক্ষ বৈধ ভোটার আছে । বর্তমানে তিন জন প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে । তথ্য মাধ্যমের অনুমান , শ্রীলংকার প্রধানমন্ত্রী , স্বাধীন পার্টির পদপ্রার্থী মাহিনদা রাজাপাকসা ও বিরোধী পার্টির নেতা , সাবেক প্রধানমন্ত্রী রানিল ভিক্রমসিংহের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে ।
শ্রীলংকার সরকার বিরোধী টাইগার সংস্থার নেতা থামিলচিলভান একইদিন বলেছেন , প্রেসিডেন্ট নির্বাচন এই সংস্থা ও সরকারের শান্তি আলোচনার ওপর প্রভাব ফেলবে না ।
|