v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-19 19:11:47    
১২--১৯ সেপ্টেম্বর, ২০০৫

cri
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ক্যানাডা আর মেকসিকোতে তাঁর রাষ্ট্রীয় সফর শেষ করে এবং নিউইয়র্কে জাতি সংঘের ৬০তম প্রতিষ্ঠার বার্ষিকীর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর ১৯ সেপ্টেম্বর বিকালে পেইচিংএ ফিরে এসেছেন।

১৭ সেপ্টেম্বর ভ্যানকুভারে একটি সাক্ষাকারে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চিয়াও শিয়েন বলেছন, ক্যানাডা আর মেকসিকোতে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এবারকার সফর এবং জাতি সংঘের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর শীর্ষ সম্মেলনে তাঁর অংশ গ্রহণে ফলপ্রসু সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এবারকার সফর উল্লেখিত দু'টি দেশের সঙ্গে চীনের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা সার্বিকভাবে এগিয়ে নিয়ে গেছে। জাতি সংঘের ৬০তম প্রতিষ্ঠা বাষির্কীর সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদিতে চীনের মতাধিষ্ঠান সাবির্কভাবে ব্যাখ্যা করেছেন।

সাম্প্রতিক দিনগুলোতে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জাতি সংঘের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীরশীর্ষ সম্মেলনে যে ভাষণ দিয়েছেন কয়েকটি দেশের নেতারা এবং তথ্যমাধ্যমগুলোতার ইতিবাচক মূল্যয়ন করেছেন।বেলজিয়ামের প্রধান মন্ত্রী গাই ভোরহোস্টাডট ১৭ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে চীনের তথ্যমাধ্যমগুলোকে বলেছেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নয়ন আর জাতি সংঘের সংস্কারের জন্য বেলজিয়াম চীন আর অন্যান্য দেশের সঙ্গে অবদান রাখতে চায়।

হুওয়াং চু : চীন চীন-পাক সম্পর্ক আরো উন্নত করতে আগ্রহী

চীনের উপপ্রধান মন্ত্রী হুওয়াং চু ১৪ সেপ্টেম্বর পেইচিংয়ে পাকিস্তানের চীফ অফ জয়েন্ট স্টাফের চেয়ারম্যান জেনারেল এহসান উল হকের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন , চীন পক্ষ দ্বিপাক্ষিক আদানপ্রদান ও সহযোগিতা জোদার করতে এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে দু দেশের সম্পর্ক আরো উন্নত করতে আগ্রহী ।

উপপ্রধান মন্ত্রী হুওয়াং চু আরো বলেছেন, এই বছর দুদেশের মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরো তাত্পর্যময় হয়েছে ।

এহসান উল হক বলেছেন, চীন পক্ষ দীর্ঘকাল ধরে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে যে সাহায্য ও সমর্থন দিয়েছে তার জন্য পাকিস্তান পক্ষ কৃতজ্ঞ । চীন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও ভাই এবং এই অঞ্চল তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বুপূর্ণ শক্তি ।

ফ্রান্সের সংস্কৃতি-বর্ষের সমাপ্তি

১৬ সেপ্টেম্বর পেইচিংয়ে ফ্রান্সের সংস্কৃতি-বর্ষের সমাপ্তির পর অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান লি মেং বলেছন , চীন-ফ্রান্স সংস্কৃতি-বর্ষকে বিশ্বের বৃহত্তম সাংস্কৃতি আদান-প্রদান বলা যায় ।

তিনি জোর দিয়ে বলেছেন , চীন ও ফ্রান্স প্রাচ্য ও পাশ্চাত্যের দুটো প্রতিনিধিত্বকারী বৃহত সাংস্কৃতিক দেশ ।দুই দেশের জনগণ সংস্কৃতি বর্ষের তত্পরতার থেকে পরস্পরের সংস্কৃতির মাধুর্যের পরিচয় পেয়েছে ।দুই দেশ সংস্কৃতি বর্ষ আয়োজনের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়েছে যে , আলাদা দুটো সভ্যতার মধ্যে সংলাপ চালানো যায় ।

ফ্রান্সের প্রতিনিধি পরিষদের স্পীকার পোনশেলেট সাংবাদিক সম্মেলনে বলেছেন , সংস্কৃতি বর্ষের সাতশোটিরও বেশী কর্মসূচি গ্রহণের মাধ্যমে দুই দেশ নানা ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা চালিয়েছে । অনেক বিষয়ে দুই দেশের দৃষ্টিভংগী কাছাকাছি হয়েছে ।

আফ্রিকায় চীনের অর্থবিনিয়োগ ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা লি হাইইয়েন ১২ সেপ্টেম্বর পেইচিংয়ে জানিয়েছেন যে , সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকায় চীনের অর্থবিনিয়োগ বিপুলপরিমানে বেড়েছে । চীন ইতিমধ্যে ৪৯টি দেশে অর্থবিনিয়োগ- প্রকল্পস্থাপন করেছে । চীন যে অর্থবিনিয়োগ করেছে তা ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ।

লি হাইইয়েন এই দিন অনুষ্ঠিত চীন -আফ্রিকা বাণিজ্য ও অর্থবিনিয়োগ আলোচনা সভায় এই কথা বলেছেন ।

তিনি আরও বলেছেন , এখন চীন ও আফ্রিকার আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ভিত্তিমজবুত হয়েছে । বাণিজ্যমূল্য ২০০০ সালের ১০.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়তে বাড়তে গত বছরে ৩০ বিলিয়ন ডলার হয়েছে ।

এপেক কর্মকর্তার স্বীকৃতি, চীন একটি বাজার অর্থনীতির দেশ

এপেকের অর্থনৈতিক সহযোগিতা আর উন্নয়ন সংস্থার মন্ত্রী কোরোম জয় ১৬ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, চীনের বে-সরকারী অর্থনীতি জাতীয় অর্থনীতির দুই তৃতীয়াংশ। সুতরাং চীন এখন একটি বাজার অর্থনীতির দেশ হয়েছে। ' চীনের অর্থনীতি সংক্রান্ত গবেষণা রির্পোট' প্রকাশের একটি সভায় তিনি এ কথা বলেছেন। এই রিপোটে বিগত ২০ বছরে চীনের অর্থনীতিরদ্রুত বৃদ্ধি এবং দারিদ্র বিমোচনে অর্জিত সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে।রিপোর্টে আরো বলা হয়েছে, চীন সরকারের আর্থনীতির পরিবর্তনের কল্যাণে এই সব সাফল্য অর্জিত হয়েছে।

আন্তর্জাতিক বস্ত্র আর পোষাক ব্যুরোর কর্মকর্তা : চীন বস্ত্রবয়ন বাণিজ্য বিরোধের বলির পাঁঠা

১৬ সেপ্টেম্বর পেইচিংএ আন্তর্জাতিক বস্ত্রবয়ন আর পোষাক ব্যুর্রোরকার্যনিবার্হী মহা -পরিচালক মুনির আহমাদ বলেছেন, বস্ত্র বাণিজ্য বিরোধে অনেকেই চীনের রফতানি নিয়ন্ত্রণের লক্ষ্য অব্যাহতভাবে বাস্তবায়নের ক্ষেত্রেচীনকে বলির পাঁঠা হিসেবে গণ্য করে। পেইচিংএ আয়োজিত ' ডাবলিওটিও আর চীন: পেইচিং আন্তর্জাতিক ফোরামে' তিনি বলেছেন, বাস্তবে সরকারের সাহায্যে বাণিজ্য সংরক্ষণবাদের পদক্ষেপ প্রবর্তন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের এই বাণিজ্য বিরোধ সৃষ্টির প্রধান কারণ। বস্ত্র আর পোষাক বাণিজ্য আরেকটি অন্তবর্তীকালের সম্মুখীন হবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।এ সময়পর্বে চীন মাঝে মাঝে অভিযোগের শিকার হতে পারে। আসলে বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নীতি হল এই সমস্যার উত্স।

হংকংয়ের ডিসনি বিনোদন পার্ক চালু

হংকংয়ের ডিসনি বিনোদন পার্ক ১২ সেপ্টেম্বর চালু হয়েছে । এর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসেডেন্ট চেং ছিং হং ও হংকং বিশেষ অঞ্চলের প্রশাসক জেন ইং চুয়ান উপস্থিত ছিলেন ।

ভাইস প্রেসেডেন্ট চেং ছিং হং তাঁর উদ্বোধনী ভাষণে বলেছেন ,ডিসনি বিনোদন পার্কের উদ্বোধন হংকংয়ের উপর আন্তর্জাতিক পুঁজির গভীর আস্থার নিদর্শন । ডিসনি বিনোদন পার্ক হংকংয়ের অর্থনীতির নতুন বিকাশ নিশ্চিত করবে ।

উল্লেখ করা যেতে পারে যে , হংকং বিশেষ অঞ্চল সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াল্ট ডিসনি কোম্পানির সহযোগিতায় নির্মিত হংকংয়ের ডিসনি বিনোদন পার্ক পৃথিবীর পঞ্চম ডিসনি বিনোদন পার্ক। আগামী এক বছর ৫৬ লক্ষ পর্যটক এই ডিসনি বিনোদন পার্কে বেড়াতে আসবেন বলে আশা করা যাচ্ছে ।

প্রধানমন্ত্রী আজিজ: পাক-ভারত শীর্ষ বৈঠক দু'দেশের সংলাপের অগ্রগতির সহায়ক হবে

পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজ ১৬ সেপ্টেম্বর বলেছেন, সম্প্রতি নিউইয়র্কে পাকিস্তানের প্রেসিডেন্ট মুসারাফ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি বৈঠক পাক-ভারত সার্বিক সংলাপের অগ্রগতি সক্রীয় ভূমিকা পালন করবে।

আজিজ ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি মনমোহন সিংয়ের সঙ্গে সার্ক শীর্ষ সম্মেলন, বৃটিশ কমন্ত্তয়েলথ সদস্যদের সম্মেলনসহ বিভিন্ন সম্মেলনে বৈঠক করবেন। তিনি বলেছেন, দু'দেশের সুনির্দিষ্ট কিছু সমস্যার সমাধানের জন্যে আরো সময় লাগবে, কিন্তু পাক-ভারত নেতাদের নিউইয়র্কে বৈঠক সাফল হয়েছে।

আজিজ বলেছেন, পাকিস্তান ও ভারত আশা করে শান্তি আলোচনার মাধ্যমে কাশ্মিরসহ, যাবতীয় বিরোধ নিষ্পত্তি করা হবে।

দু'বছরের মধ্যে কাশ্মীর থেকে সব ভারতীয় সৈন্য সরে যাবে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের সামরিক মুখপাত্র ১২ সেপ্টেম্বর রাজধানী শ্রীনগরে বলেছেন, ভারত সরকার ২ বছরের মধ্যে ভারত নিয়ন্তিত কাশ্মীর অঞ্চল থেকে সম্পূর্ণভাবে তার সৈন্য প্রত্যাহার সম্পন্ন করবে।

ভারতের গণ-মাধ্যম এই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, এর কারণ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে সশস্ত্র সংঘর্ষ স্পষ্টভাবে কমে গেছে। ভারত সরকার ধাপে ধাপে সেখানে মোতায়েন ৩০ হাজার সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৭ সাল পর্যন্ত মৌলিকভাবে পুলিশ বাহিনী স্থানীয় নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব বহন করবে।

জাতি সংঘের শীর্ষ সম্মেলন সমাপ্ত

জাতিসংঘের ৬০তম সম্মেলন১৩ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে সদরদপ্তরে উদ্বোধন হয়েছে । জাতিসংঘ মহাসচিব কোফি আন্নান এবং ১৯১ টি সদস্যদেশের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ।

জাতি সংঘের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শীর্ষসম্মেলন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে জাতি সংঘের সদর দপ্তরে সমাপ্ত হয়েছে । তিনদিন ব্যাপী এই সম্মেলনে দেড় শ'টিরও বেশী দেশের রাষ্ট্র বা সরকার প্রধান আর ৪০টিরও বেশী দেশের পদস্থ কর্মকর্তারা জাতি সংঘের সংস্কার , উন্নয়ন , নিরাপত্তা ও মানবাধিকার সমস্যা নিয়ে আলোচনা করেছেন ।

শীর্ষসম্মেলন সমাপ্ত হওয়ার আগে গৃহিত সাফল্য সংক্রান্ত দলিলে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে , জাতি সংঘের ভুমিকা বাড়াতে হবে এবং সংষ্কার ব্যবস্থা নেয়ার মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ।

বিক্ষিপ্ত সহিংসতার ভেতর প্রথম আফগান সংসদ নির্বাচন অনুষ্ঠিত

গত ৩০ বছরে আফগানিস্তানের প্রথম সংসদ নির্বাচন ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীলতা ছিল।

অন্য খবরে প্রকাশ, আফগানিস্তানের পূর্বাঞ্চল এবং কাবুল শহরে একইদিন গুলিবর্ষণ এবং রকের্ট বোমার হামলায় বহু আফগান পুলিশ আহত হওয়া ছাড়া, আফগানিস্তানের অন্য অঞ্চলে নির্বাচনের কাজ খুবই সুষ্ঠুভাবে বলেছে। কোনো প্রত্যক্ষ নির্বাচন বাঞ্চালমূলক তত্পরতা ঘটে নি।

ইস্রাইলগাজা অঞ্চলথেকে সৈন্য প্রত্যাহার সম্পন্ন করেছে

ইস্রাইল ১২ সেপ্টেম্বর ভোরে গাজা অঞ্চল থেকে তার সৈন্য প্রত্যাহারের কাজ সম্পন্ন করেছে । ফলে গাজা অঞ্চলে ৩৮ বছরের সামরিক দখল দায়িত্বেরঅবসান হয়েছে ।

এই দিন সকাল ৭ টার সময় শেষ ইস্রাইলী সৈনিক গাজা থেকে সরে যাওয়ার সঙ্গেসঙ্গে ইস্রাইলিবাহিনী ইস্রাইল থেকে গাজা অঞ্চলে যাওয়া কিসুফিম পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে এবং গাজা থেকে প্রত্যাহারের কাজ সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করেছে । তার পর ইস্রাইলের সীমান্তে জাতীয় পতাকা উত্তলন করার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ইস্রাইলিবাহিনীর গাজা অঞ্চলের প্রধান কমান্ডার আভিব কোচাভি বলেছেন , ইস্রাইলবাহিনী গাজা অঞ্চলে কর্তব্য সম্পন্ন করেছে । এর পর ফিলিস্তিন গাজা অঞ্চলের পুরোপুরি দায়িত্ব পালন করবে । ইস্রাইল গাজা অঞ্চল বরাবর ইস্রাইলের সীমান্তেপুনরায় সৈন্য মোতায়েনকরবে ।

যুক্তরাষ্ট্রে "৯-১১" ঘটনার ৪র্থ বার্ষিকী পালিত

১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ১১ সেপ্টেম্বর ঘটনার চতুর্থ বার্ষিকী পালন করেছে।

রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বুশ, ভাইস-প্রেসিডেন্ট ছেনি ও প্রতিরক্ষামন্ত্রী রাম্সফেলড প্রমুখ নেতৃবৃন্দ হোয়াইট হাউসের দক্ষিণ লনে "১১ সেপ্টেম্বর"-য় নিহতদের স্মরণে "নীরবতা পালন" অনুষ্ঠান করেছেন। এর আগে, বুশ গির্জায় গিয়ে "১১ সেপ্টেম্বর" ঘটনা ও "কাট্রিনা" হারিকেনে নিহত এবং ক্ষতিগ্রস্তদের জন্যে এক উপাসনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

একই দিন, নিউইয়র্কস্থ বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবনের আগের জায়গাতেও বার্ষিকী পালিত হয়েছে।

ইরাক যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন হার হিমাংকে

১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইম্স পত্রিকা ও সি বি এসের প্রকাশিত এক যৌথ মতামত জরিপের ফলাফল থেকে জানা গেছে , বর্তমানে মাত্র ৪৪ শতাংশ মার্কিননাগরিক ইরাক যুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করেন , এটা ইরাক যুদ্ধ বাঁধার পর সর্বনিম্ন হার ।

এই মতামত জরীপে প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরাক সমস্যা সম্বন্ধে প্রেসিডেন্ট বুশের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন । প্রায় অর্ধেক নাগরিক মনে করেন , ইরাক যুদ্ধের দরুণ প্রেসিডেন্ট বুশের দেশের অভ্যন্তরীন সমস্যা সমাধানের উদ্যোগ কমেছে । ৫২ শতাংশ নাগরিক অবিলম্বে ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের দাবী জানিয়েছেন ।

ক্যাটরিনা ঝড়ে মৃতের সংখ্যা ৬৫৭ জনে দাঁড়িয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর স্বীকার করেছে যে , যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে কাটরিনা ঝড়ে মৃতের সংখ্যা ৬৫৭ জনে দাঁড়িয়েছে ।

একই দিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবলিউ বুশ বলেছেন , ক্যাটরিনা ঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের সরকারের জরুরী সংকট মোকাবিলার সামর্থ্যের দারুণ অভাব ধরা পড়েছে । ত্রাণকাজে সমস্ত কর্তব্য পালনে ফেডারেল সরকারের ব্যর্থতার দায়িত্ব তিনি গ্রহণ করে বলেছেন , বাস্তব ঘটনা তদন্ত করা হবে যাতে ভবিষ্যতে সরকার সময়মত অনুরূপ দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা নিতে পারে ।

এর আগের দিন প্রেসিডেন্ট বুশ ডেভিড পাউলিসনকে ফেডারেল জরুরী কার্যক্রম দফতরের অস্থায়ী প্রধান নিযুক্ত করেছেন ।