১৯ সেপ্টেম্বর পেইচিংয়ে সমাপ্ত কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় দফা সম্মেলনে বিভিন্ন অংশগ্রহণকারী পক্ষ "চতুর্থ ছ'পক্ষীয় বৈঠক সংক্রান্ত যৌথ বিবৃতি" স্বাক্ষর করেছে। দক্ষিণ কোরিয়ার সরকার একইদিন বলেছেন, "যৌথ বিবৃতি" উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যার সমাধানের জন্যে গুরুত্বপূর্ণ সুযোগ সরবরাহ করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের মূখপাত্র কিম মান মু "যৌথ বিবৃতি"-র মধ্যে কোরীয় উপদ্বীপের শান্তি ব্যবস্থা, উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া-জাপান সম্পর্কের স্বাভাবিকীকরণ ইত্যাদি জটিল সমস্যা অন্তর্ভূক্ত করা হয়।দক্ষিণ কোরিয়া আশা করে "যৌথ বিবৃতি" কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান এবং শান্তি অগ্রগতিবাস্তব প্রক্রিয়া অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হবে।
|