v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-19 13:46:08    
অন্তঃর্মঙ্গোলিয়ায় শরীরের কোষ দিয়ে দু'টি গরুর বাচ্চা ক্লোন করা হয়েছে

cri
    অন্তঃর্মঙ্গোলীয়ায় শরীরের কোষ দিয়ে "মোং মোং" নামে প্রথম গরু ক্লোণ করার পর সম্প্রতি অন্তঃর্মঙ্গোলিয়ায় আরও দুটি ক্লোণ করা গরুর বাচ্চার জন্ম হয়েছে। জন্ম নেওয়ার দু'দিন পর মোং মোং মারা গেছে। কিন্তু এ দু'টি গরুর বাচ্চা বর্তমানে খুবই সুস্থ আছে ।

    এ দু'টি গরুর নাম " মোং খে নম্বর ওয়ান" এবং "মোং খে নম্বর টু"। এ দু'টি ক্লোণ করা গরু হলো চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্তন্যপায়ী জীবের প্রজনন সংকান্ত জীববিদ্যা ও জীববিদ্যা সম্পর্কিত প্রযুক্তির গুরুত্বপূর্ণ পরীক্ষাগার-- অন্তঃর্মঙ্গোলিয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক জীবজন্তু গবেষণা কেন্দ্রের সর্বশেষ সাফল্য। অন্তঃর্মঙ্গোলিয়ার স্যুই রি জীব প্রযুক্তি লিমিটেড কোম্পানীর শ্রেষ্ঠ গুরুর প্রজনন ঘাঁটিতে আমাদের সংবাদদাতা দেখেছেন, এ দু'টি গরুর বাচ্চা ঠিকভাবে বড় হয়ে যাচ্ছে। তাদের লেজের শীর্ষদেশে ও পেছনের গোড়ালিতে অল্প সাদা লোম ছাড়া সারা শরীরের লোমের রঙ কালো। এই পরীক্ষাগারের পরিচালক, অন্তঃমঙ্গোলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালসোলার, চীনের ইঞ্জিনিয়ারীং একাডেমীর একাডেমিক সদস্য ও চীনের বিজ্ঞান ও প্রযুক্তি সমিতির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক স্যুই রি ক্যান বলেছেন, এই দু'টি গরুর বাচ্চার একটি গত ৩ জুলাই এবং অন্যটি গত ৬ জুলাই জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার সময়ে তাদের ওজন ছিলো যথাক্রমে ৪৫ কেজি এবং ২২ কেজি। এখন তাদের ওজন আলাদা আলাদাভাবে ৫৩ কেজি এবং ২৫ কেজিতে দাঁড়িয়েছে।

    জানা গেছে, এ দু'টি গরুর বাচ্চা একই গরুর কোষ দিয়ে ক্লোন করা হয়েছে। সেইজন্য এ দু'টি গরু আপন বন বলা যায়। এর মধ্যে "মোং খে নম্বর টু"র ভ্রুণ বরফীকরণ প্রযুক্তি প্রয়োগ করে সংরক্ষণ করা হয়েছিলো। এ দু'টি গরুর চেহারা প্রায় একই। কিন্তু গড়নের দিক থেকে লক্ষণীয় পার্থক্য রয়েছে। অধ্যাপক স্যুই রি ক্যান জানিয়েছেন, এ পার্থক্য থাকার কারণ এখনও জানা যায় নি। তবে ভিন্ন গরুর শরীর থেকে জন্ম নিয়েছে বলে স্ত্রী গরুর নিউট্রিশনের অবস্থা এবং জুবায়ুর পরিবেশ খুব সম্ভবতই এই দু'টি গরু বাচ্চার উপর প্রভাব ফেলেছে।

    গত বছর অধ্যাপক স্যুই রি ক্যান তাঁর পরীক্ষাগারে উত্পন্ন কিছু সংখ্যক শরীরের ক্লোন করা ভ্রুণ এবং ট্র্যাসজিনের শরীরের ক্লোণ করা ভ্রুণ আলাদা আলাদাভাবে অন্তঃর্মঙ্গোলিয়ার স্যুই রি কোম্পানি ও হুয়া ছি কোম্পানির শ্রেষ্ঠ গরুর প্রজনন ঘাঁটিতে ট্রান্সপ্ল্যান্টের জন্য পাঠানো হয়েছে। এতে ৫টি স্ত্রী গরু গর্ভবতী হয়। "মোং খে নম্বর ওয়ান" এবং "মোং খে নম্বর টু" হলো তাদের মধ্যে দু'টি স্ত্রী গরুর বাচ্চা। জানা গেছে, ট্র্যাসজিন শরীরের কোষ দিয়ে ক্লোণের প্রযুক্তি নিছক শরীরের কোষ দিয়ে ক্লোণের প্রযুক্তির চেয়ে কঠিন। চীনে শুধু কয়েকটি পরীক্ষাগার এ প্রযুক্তি আয়ত্ত করেছে।

    অধ্যাপক স্যুই রি ক্যান বলেছেন, শরীরের কোষ দিয়ে ক্লোণের প্রযুক্তি বিশেষ করে ট্র্যাসজিন শরীরের কোষ দিয়ে ক্লোণের প্রযুক্তি বিজ্ঞানের দিক থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান জীববিদ্যা সংক্রান্ত প্রযুক্তি। পশুপালন ও চিকিত্সাবিদ্যার ক্ষেত্রে এর ব্যবহারের ব্যাপক ও উজ্জ্বল ভতিষ্যত আছে। শরীরের কোষ দিয়ে গরুর ক্লোণের সাফল্য থেকে প্রমাণিত হয়েছে, এই ক্ষেত্রে চীনের গবেষণার মান আন্তর্জাতিক উন্নত মানে উন্নীত হয়েছে।