চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭৩০০ টিরও বেশী গ্রামে টেলিভিশন ও প্রচার কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাতে সকল গ্রামে টেলিভিশন বা রেডিও দেখা বা শোনা যায়। চীনের কেন্দ্রীয় সরকার এর জন্য ১৮ কোটি ইউয়ান অর্থাত ২ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলারের পুঁজি বিনিয়োগ করেছে।
তিব্বতে ভূমির আয়তন বিশাল কিন্তু মানুষ কম, এবং কৃষি ও পশুপালকরা পৃথক পৃথক এলাকায় থাকে। কিছু কিছু গ্রাম প্রশাসনিক থানা সরকার থেকে ৪০০কিলোমিটার দূরে এবং তাদের মধ্যে ভালো সড়ক নেই। কেন্দ্রীয় সরকারের সমর্থনে তিব্বত ১৯৯৯ সালে থেকে প্রতি গ্রামে টেলিভিশন ও রেডিও অনুষ্ঠান সম্প্রচারের ব্যাপক প্রকল্প শুরু হয়।
জানা গেছে, এখন থেকে তিব্বতের প্রতি গ্রামে আপাতত দু'রকম টিভি অনুষ্ঠান ও এক রকম রেডিও অনুষ্ঠান দেখা বা শোনা যায়। বড় গ্রামে চার'রকমের টিভি অনুষ্ঠান দেখা যায়।
|