১৯ সেপ্টেম্বর সকালে কোরীয় উপদ্বীপ পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ-পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে।
জানা গেছে, অধিবেশনে সংশ্লিষ্ট পক্ষ অব্যাহতভাবে চীনের দাখিল করা খসড়া নিয়ে আলোচনা করেছে। অধিবেশনের শেষে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর থাং চিয়া সুয়েনের বিভিন্ন প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে সাক্ষাত করার কথা।
জাপান প্রতিনিধি দলের নেতা কেনিচিরো সাসেই বলেছেন, ১৯ তারিখ হবে বৈঠকের শেষ দিন, যে কোনো অবস্থায় বৈঠকের একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
১৮ সেপটেম্বর অং শগ্রহনকারী প্রতিনিধি দলের নেতার দু'বার বৈঠক করেছেন, কিন্তু কোনো ঐকমত্য অর্জিত হয়নি। চীন পক্ষের মুখপাত্র লিউ চিয়ান ছাও বলেছেন, ১৯ তারিখ এ পর্যায়ের বৈঠক শেষ হবার কথা।
|