পাকিস্তানের প্রেসিডেণ্ট মুশাররফ ১৮ সেপ্টেম্বর বলেছেন, নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তিনি যে বৈঠক করেছেন, সে বৈঠকে দু'দেশের সীমান্ত সমস্যা সমাধানের অনেক অগ্রগতি অর্জিত হয়েছে।
মার্কিন "টাইম" ম্যাগজিনকে দেওয়া একটি সাক্ষাত্কারে মুশাররফ বলেছেন, সে বৈঠকে দু'পক্ষ উভয়েই অব্যাহতভাবে দু'দেশের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সিয়াচেন হিমবাহ ও সিরক্রিক সামগ্রিক সীমান্ত সমস্যায় দু'পক্ষ ইতিবাচক মতৈক্য অর্জন করেছে।
পাক-ভারত দু'নেতার বৈঠকের বাস্তব সাফল্য নেই বলে অধিকাংশ সংবাদ মাধ্যম মন্তব্য করছে। এ প্রসঙ্গে মুশাররফ বলেছেন, দু'দেশ অব্যাহতভাবে এ বৈঠকের বিষয় গোপনে রাখবে, যাতে চরমপন্থীরা শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।
|