সম্প্রতি চীনের থিয়েনচিন শহরের সংশ্লিষ্ট বিভাগের সূত্রে প্রকাশ, এই শহরের নির্ধারিতপরিকল্পনা অনুযায়ী, ২০০৭ সাল নাগাদ এই শহরের সমস্ত কৃষিভিত্তিক জেলায় নতুন ধরনের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। যার ফলে এ সময়ের মধ্যে সকল কৃষক চিকিত্সার নিশ্চয়তা উপভোগ করতে পাবেন।
জানা গেছে, বর্তমানে থিয়েনচিন শহরে ১১ লক্ষ ৭০ হাজারেরও বেশী কৃষক গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন। এই লোকসংখ্যা থিয়েনচিনের গোটা কৃষিপ্রধান লোকসংখ্যার এক তৃতীয়াংশ।
চীনে বিভিন্ন কারণে কৃষকদের মধ্যে চিকিত্সা সুবিধার অভাব দেখা যায়। চীন সরকার এই সমস্যা সমাধানের জন্যে এই নতুন ধরনের সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা গড়ে তুলেছে।
|