|
|
(GMT+08:00)
2005-09-18 18:48:56
|
ওপেকের দৈনিক উত্পাদন বাড়ানোর প্রস্তাবের প্রতি সৌদি সমর্থন
cri
সৌদি আরবের তেল ও খনিজ সম্পদ মন্ত্রী আলি বিন ইব্রাহিম আল নুআইমি ১৭ তারিখ অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বলেছেন , তেলের দাম কমানোর লক্ষ্যে সৌদি আরব তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের দৈনিক তেল উত্পাদন বাড়ানোর প্রস্তাব সমর্থন করবে । ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ওপেক মন্ত্রীসম্মেলনে অংশ নেয়ার জন্য নুআইমি ভিয়েনায় গিয়েছেন । তিনি বলেছেন , এই সম্মেলনে প্রধানতঃ এই সমস্যা আলোচনা করা হবে । প্রয়োজন হলে সৌদি আরব তার দৈনিক উত্পাদন বর্তমানের ৯৫ লক্ষ ব্যারেল থেকে এক কোটি দশ লক্ষ ব্যারেলে উন্নীত করতে পারে । সংযুক্ত আরব আমিরাতও এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে ।
|
|
|